East Medinipur News- পাড়ায় পাড়ায় শিক্ষালয় পরিদর্শনে সরকারি আধিকারিকেরা
- Published by:Samarpita Banerjee
Last Updated:
তমলুক থানার অন্তর্গত ডিমারিতে পাড়ায় শিক্ষালয় ব্যবস্থা পরিদর্শনে আসেন সরকারি আধিকারিকেরা
#তমলুক: ৭ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে পাড়ায় পাড়ায় শিক্ষালয়। প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের বাইরে শুরু হয়েছে ছাত্র-ছাত্রীদের পঠন পাঠন। করোনা সংক্রমণের কারণে প্রায় দু বছর বন্ধ ছিল পঠন পাঠন। ৩ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে প্রতিটি স্কুলে স্কুলে চালু হয়েছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পঠন পাঠন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পঠন পাঠন শুরু হলেও এখনো প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পঠন পাঠন শুরু হয়নি। সরকারি নির্দেশ মেনে শ্রেণিকক্ষের বাইরে প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় পাড়ায় শিক্ষালয় ব্যবস্থার মাধ্যমে শুরু হয়েছে পঠন পাঠন।
রাজ্যের অন্যান্য জেলার মতো পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি স্কুলে সরকারি নির্দেশ মেনে প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় পাড়ায় শিক্ষালয় ব্যবস্থার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পাঠদানের কাজ শুরু করেছে শিক্ষকেরা। এদিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত ডিমারিতে কয়েকটি পাড়ায় শিক্ষালয় ব্যবস্থা পরিদর্শনে আসেন সরকারি আধিকারিকেরা। এদিন এই পরিদর্শক মন্ডলীতে ছিলেন রাজ্য শিক্ষা প্রজেক্ট অফিসার। সঙ্গে ছিলেন জেলা এডুকেশন অফিসার শিল্পী সিনহা ও অবর বিদ্যালয় পরিদর্শক অরুণাভ হাজরা। এদিন তাঁরা পাড়ায় শিক্ষালয় ব্যবস্থার সব দিক খতিয়ে দেখেন।
view commentsLocation :
First Published :
February 09, 2022 9:23 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News- পাড়ায় পাড়ায় শিক্ষালয় পরিদর্শনে সরকারি আধিকারিকেরা