East Medinipur News: ফুলের দামে 'আগুন', বিশ্বকর্মাপুজোয় পকেটে ছ্যাঁকা

Last Updated:

আবহাওয়ার খামখেয়ালিপনায় ফুলের দাম অনেকটা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে সবাই

+
title=

পূর্ব মেদিনীপুর: এবার বর্ষায় কম বৃষ্টি হয়েছে। তাঁর ফলে ফুলের উৎপাদন কম হয়েছে। এদিকে বিশ্বকর্মা ও গণেশ পুজো পরপর পড়েছে। ফলে এক ধাক্কায় অনেকেই বেড়ে গিয়েছে ফুলের দাম। ফুলের এই উর্ধ্বমুখী দামের কারণে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। বাড়িতে চলা ছোট ছোট কারখানার মালিক বা সাইকেল সারাইয়ের দোকানদারদের পুজোর ফুল কিনতে গিয়ে নাজেহাল অবস্থা।
বিশ্বকর্মা ও গণেশ পুজো ঘিরে ফুলের চাহিদা আকাশ ছুঁইয়ে ছে। চাহিদার সঙ্গে সাজুজ্য রেখে যোগান কম থাকায় দাম অনেকটাই বেড়েছে। এই অবস্থায় দুর্গাপুজোয় কী হবে ভেবে সবাই চিন্তায় পড়ে গেছেন‌।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ফুলের বাজার রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুল মার্কেট। রাত থাকতেই কোলাঘাট স্টেশনের পার্শ্ববর্তী জায়গায় বসে ফুলের আড়ত। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু ফুল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সেখান ফুল কিনতে আসেন। কিন্তু এই বছর ফুলের দাম ঊর্ধ্বমুখী হ‌ওয়ায় ক্রেতারা কম ফুল কিনছেন। এই সঙ্কটের কারণ হল আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে ফুলের দাম এই বছর ঊর্ধ্বমুখী, কারণ অসময়ে বৃষ্টি এবং অতিরিক্ত গরমের কারণে বহু গাছ নষ্ট হয়ে যাওয়ায় এই বছর ফুলের দাম এত বেশি। ফুলের বাগান নষ্ট হয়ে যাওয়া চাহিদা থাকলেও দাম পাচ্ছে না চাষিরা, আগামী দিনেও ফুলের দাম বেশি থাকবে বলে অভিমত এলাকার ফুল বিক্রেতা থেকে ফুল চাষিদের।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ফুলের দামে 'আগুন', বিশ্বকর্মাপুজোয় পকেটে ছ্যাঁকা
Next Article
advertisement
Satadru Dutta: শতদ্রু দত্তকে রাতভর জেরা পুলিশের, মেসির ইভেন্টে কমপ্লিমেন্টারি টিকিটের কোনও হিসেব এখনও নেই ! বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত কমিটি
শতদ্রু দত্তকে রাতভর জেরা পুলিশের,মেসির ইভেন্টে কমপ্লিমেন্টারি টিকিটের কোনও হিসেব এখনও নেই!
  • শতদ্রু দত্তকে রাতভর জেরা পুলিশের

  • মেসির ইভেন্টে কমপ্লিমেন্টারি টিকিটের কোনও হিসেব এখনও নেই !

  • বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত কমিটি

VIEW MORE
advertisement
advertisement