East Medinipur News: মাছ চাষ সম্প্রসারণের জেলায় প্রথম হোয়াটসঅ্যাপ গ্রুপ, তথ্য চলে আসবে ফোনেই 

Last Updated:

নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগের অভিনব উদ্যোগ মৎস্যজীবীদের ডিজিটাল সংযুক্তি। জেলায় প্রথম মাছ চাষের সম্প্রসারণে হোয়াটস অ্যাপ গ্রুপ।

+
 

  হোয়াটসঅ্যাপ গ্রুপ 

নন্দীগ্রাম: আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ সেবা দ্রুত ও কার্যকরভাবে পৌছনোর উদ্দেশ্যে নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগ মৎস্য বিভাগ- নন্দীগ্রাম-১ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করে মৎস্য দফতরের বিভিন্ন প্রকল্প, নির্দেশিকা ও চাষের যাবতীয় তথ্য পাবেন।
এই হোয়াটসঅ্যাপ গ্রুপ কিউ-আর কোড পোস্টার এর শুভ উদ্বোধন করেন নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তিরানী মাইতি। দুয়ারে সরকার ক্যাম্পে ক্যাম্পে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিউ-আর কোড পোস্টার লাগানো হয়েছে যাতে অতি সহজে মাছ চাষিরা যুক্ত হতে পারেন। এলাকায় আপামর মৎস্যজীবীদের এই অভিনব ডিজিটাল সংযুক্তিতে বেশ উৎসাহ দেখা দিয়েছে।
কী এই লক্ষ ও উদ্দেশ্য?  মৎস্য দফতর থেকে জানা গিয়েছে, “আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ সেবা দ্রুত ও কার্যকর ভাবে পৌঁছানো, মৎস্যচাষিদের বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ ব্যবস্থা করা। মৎস্যচাষীরা একজন আরেকজনের সহযোগিতা করা। একজন নতুন সদস্য উদ্যোক্তা তৈরি করা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য।
advertisement
advertisement
এই বিষয়ে নন্দীগ্রাম-১ ব্লক মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন, “মৎস্য সম্প্রসারনের উদ্দেশ্যে যেমন প্রত্যন্ত গ্রামে গঞ্জে বৈঠক করছি তেমনি মৎস্য দফতরের বার্তা নির্দেশিকা সহ প্রতিনিয়ত উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তি মৎস্য চাষি, মৎস্যজীবী ও নব মৎস্য-উদ্যোক্তাদের নিকট আরও সহজে ও দ্রুত পৌছে দিতে এই “মৎস্য বিভাগ- নন্দীগ্রাম-১”নামক হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করা হয়েছে এবং মৎস্য দপ্তরের কার্যালয় সহ দুয়ারে সরকার ক্যাম্পে ক্যাম্পে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ কিউ-আর কোড পোষ্টার লাগান হয়েছে। মাছ চাষ সম্প্রসারণে এই গ্রুপ আগামী দিনে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করবে
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: মাছ চাষ সম্প্রসারণের জেলায় প্রথম হোয়াটসঅ্যাপ গ্রুপ, তথ্য চলে আসবে ফোনেই 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement