East Medinipur News- তাম্রলিপ্ত পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়

Last Updated:

পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব। সাজিয়ে তোলা হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ, অতিথিদের বসার জায়গা। এমনকি রঙের নতুন প্রলেপ পড়েছে পৌর ভবনের দেওয়ালে

+
News

News 18 লোকাল

#পূর্ব মেদিনীপুর- পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। তাম্রলিপ্ত পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর ও চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৩ মার্চ বুধবার। ২০২২ এর পৌর নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাম্রলিপ্ত, কাঁথি ও এগরা। কাঁথি ও এগরার শপথ গ্রহণ অনুষ্ঠান আগেই অনুষ্ঠিত হয়েছে। বাকি একটি পৌরসভা, তাম্রলিপ্ত পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে ২৩ মার্চ। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব শেষ পর্যায়ে। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তাম্রলিপ্ত পৌরসভায় সাজ সাজ রব।
তাম্রলিপ্ত পৌরসভার হল ঘরে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ বুধবার বেলা বারোটার সময় এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। তাম্রলিপ্ত পৌরসভার কুড়ি টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ হবে। শপথবাক্য পাঠ করাবেন তমলুকের মহকুমা শাসক। প্রসঙ্গত উল্লেখ্য, ২০টি ওয়ার্ড বিশিষ্ট তাম্রলিপ্ত পৌরসভায় ১৮টি ওয়ার্ডে জয়ী হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ২ ওয়ার্ডে জয়ী হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। নবনির্বাচিত কাউন্সিলর শপথ বাক্য পাঠ এর পর তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাজ্য তৃণমূল কংগ্রেস এর তালিকা অনুযায়ী, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান হিসাবে শপথ নেবেন ১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী দীপেন্দ্র নারায়ণ রায়। তাম্রলিপ্ত পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসাবে শপথ নেবেন লীনা মাভৈঃ রায়। তিনিই ১২ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর। পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। সাজিয়ে তোলা হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ, অতিথিদের বসার জায়গা। এমনকি রঙের নতুন প্রলেপ পড়েছে পৌর ভবনের দেওয়ালে।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News- তাম্রলিপ্ত পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement