East Midnapur News: দীর্ঘ ২০ বছরের যন্ত্রণা! রাস্তা না ফাঁদ! ভয় পেয়ে যাবেন দেখলে!

Last Updated:

East Midnapur News: পঞ্চায়েত ভোটের প্রাক্কালে পূর্ব মেদিনীপুর জেলায় রাস্তা নিয়ে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের।

+
পাঁশকুড়া

পাঁশকুড়া থানা

পাঁশকুড়া: পঞ্চায়েত ভোটের প্রাক্কালে পূর্ব মেদিনীপুর জেলায় রাস্তা নিয়ে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরা থেকে উত্তরপাড়া পর্যন্ত প্রায় প্রায় দু কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘ কুড়ি বছর উন্নয়ন কি জিনিস এই গ্রামের মানুষ দেখেনি। ভোট এলেই নেতারা বারবার ছুটে আসেন ভোটের জন্য কিন্তু ভোট চলে যাওয়ার পরে আর কারোর ধরা ছোঁয়া পাওয়া যায় না বলে অভিযোগ গ্রামবাসীর। বাধ্য হয়েই বেশ কয়েকটি গ্রামের মানুষজনকে ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। শুধু সাধারণ মানুষ জন্য অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার প্রয়োজনীয় অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে।
মাইশোরার ওই এলাকায় এস সি, এস টি সম্প্রদায়ের মানুষজনদের বসবাস। কিন্তু ওই এলাকার উন্নয়ন বলে কিছুই নেই রাস্তাঘাট যেন মরণ ফাঁদে পরিণত। ওই এলাকার সাধারণ মানুষজনদের কাছ থেকে জানা যায় যাতায়াতের একটাই মাত্র রাস্তা। কিন্তু সেই রাস্তার অবস্থা অতিক করুন। জায়গায় জায়গায় বড় বড় গর্ত। সামান্য বর্ষা হলেই কর্দমাক্ত হয় ওই রাস্তা তখন চলাফেরা দায় হয়ে ওঠে। সামনেই বর্ষাকাল ফলে রাস্তা নিয়ে চিন্তায় গ্রামবাসীরা। এর আগেও পাঁশকুড়া ব্লকের বিভিন্ন এলাকায় রাস্তা নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিয়েছে।
advertisement
আরও পড়ুন:
advertisement
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে রাস্তা নিয়ে খুব বিক্ষোভ গ্রামবাসীদের মধ্যে। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের পাশাপাশি অন্যান্য প্রকল্পে নতুন কংক্রিটের রাস্তা হচ্ছে। কিন্তু তার পরেও ব্লকে ব্লকে বিভিন্ন এলাকার রাস্তাঘাটের সমস্যা, মাথা চওড়া দিয়ে উঠেছে। আর বর্ষাকাল যত এগিয়ে আসছে গ্রামবাসীদের মধ্যে খুব ক্ষোভ বাড়ছে এলাকার রাস্তাঘাট নিয়ে। সম্প্রতি রাস্তা মেরামতির দাবিতে মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তার গর্তে মাছ ছেড়ে প্রতিবাদ জানায় বাম যুবারা। কিছুদিন আগে পাঁশকুড়ার হাউর এলাকায় একটি রাস্তার দাবীতে রাস্তা কেটে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষজন। সেই পাঁশকুড়াতে দীর্ঘ কুড়ি বছর ধরে রাস্তায় নিয়ে যন্ত্রণায় সাধারণ গ্রামবাসী।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Midnapur News: দীর্ঘ ২০ বছরের যন্ত্রণা! রাস্তা না ফাঁদ! ভয় পেয়ে যাবেন দেখলে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement