East Medinipur News:  ইস্কন মন্দিরে গো মাতার পুজোয় শুভেন্দু অধিকারী! অন্নকূট উৎসবেও সামিল! ভিডিও দেখুন

Last Updated:

East Medinipur News:  মেচেদার ইস্কন মন্দিরে অন্যকূট উৎসব ও গোবর্ধন পুজোয় উপস্থিত থেকে নিজের হাতের গো মাতার পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

+
গো

গো মাতার পুজো করছেন শুভেন্দু অধিকারী

#মেছেদা: পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদার ইস্কন মন্দিরে উপস্থিত থেকে গো মাতার পুজো সারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সনাতন ধর্মে কালী পূজা বা দীপাবলীর পর হয় গিরি গোবর্ধন পূজা অর্থাৎ গো মাতার পূজা। ইস্কন মন্দিরে অন্যান্য তিথি নিয়ম অনুসারে পালনের পাশাপাশি গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসব প্রতিবছর আয়োজিত হয়। এ বছরও তার অন্যথা হয়নি। মেচেদা ইসকন মন্দিরে গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসবে উপস্থিত থেকে নাম সংকীর্তন করার পাশাপাশি গো মাতার পূজা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা।
কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রের দর্পচূর্ণ করেন। বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে তিনি সর্বপ্রথম গোবর্ধন অর্থাৎ গোমাতার পুজো প্রচলন করেন। সেই থেকে সনাতন ধর্মের মানুষজনেরা গোমাতার পুজো শুরু করেন। গো মাতার পূজা করলে সর্ব পাপ হয় ও সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে।
advertisement
advertisement
এদিন ইস্কন মন্দিরের গোশালায় গো মাতার পুজো করেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি অন্নকূট উৎসবেও সামিল হন তিনি। সবশেষে তিনি ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সম্পর্কে বড় মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী বলেন, 'ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সনাতন ধর্মের মানুষ। তিনি সনাতন ধর্ম পালন করেন। কপালে শ্বেত চন্দনের তিলক ও গলায় হরেকৃষ্ণ নামাবলি ধারণ করেন। এর থেকে বড় কিছু হতে পারে না। ব্রিটিশরা একসময় ভারত শাসন করেছিল। এখন এক ভারতীয় বংশোদ্ভব ব্যক্তি বৃটেনের প্রধানমন্ত্রী হলেন। সনাতন ধর্মের মানুষের কাছে এর থেকে বড় দীপাবলীর উপহার হতে পারে না।'
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News:  ইস্কন মন্দিরে গো মাতার পুজোয় শুভেন্দু অধিকারী! অন্নকূট উৎসবেও সামিল! ভিডিও দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement