East Medinipur News: স্কুলে ঢুকতে পারলেন না প্রধান শিক্ষিকা, দাঁড়িয়ে রইলেন গাছতলায়! কারণ শুনলে চমকে যাবেন

Last Updated:

East Medinipur News: স্কুলে নতুন প্রধান শিক্ষিকাকে ঢুকতে বাধা অভিভাবকদের, দাঁড়িয়ে থাকলেন প্রধান শিক্ষিকা।

+
স্কুলে

স্কুলে অভিভাবকদের বিক্ষোভ

তমলুক: সম্প্রতি প্রধান শিক্ষিকা হিসাবে নিয়োগপত্র হাতে পেয়েছেন। সেইমতো নতুন স্কুলের দায়িত্ব নিতে যান। কিন্তু স্কুলে প্রবেশ করার আগেই অভিভাবকদের বাধা। স্কুল ভবনের বাইরেই দাঁড়িয়ে থাকলেন প্রধান শিক্ষিকা। অভিভাবকদের দাবি স্কুলের টিচার ইনচার্জ এর দায়িত্বে থাকা শিক্ষিকাকেই স্কুলের প্রধান শিক্ষক করতে হবে। ঘটনাটি ঘটেছে তমলুক থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে।
সম্প্রতি প্রায় ১০ বছরের গেঁড়ো কাটিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হয়েছে এই জেলায়। মোট ১ হাজার ৯১২ জনকে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগপত্র প্রদান করা হয়েছিল। সেই নিয়োগ পত্র নিয়ে তমলুক থানার হোগলা গ্রামে অবস্থিত কৃষ্ণগঞ্জ প্রাথমিক প্রধান শিক্ষিকা হিসাবে যোগ দিতে আসেন শ্যামলী গুড়িয়া বেরা। কিন্তু স্কুলে পড়ুয়াদের অভিভাবক প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকতে বাধা দেয়। স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় তাঁরা। তাদের দাবি, স্কুলে দায়িত্বে থাকা শিক্ষিকাকেই এই স্কুলে প্রধান শিক্ষিকা করতে হবে।
advertisement
advertisement
বর্তমানে কৃষ্ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নীলিমা জানা দীর্ঘদিন এই স্কুলে রয়েছেন। ছাত্র-ছাত্রীর পাশাপাশি অভিভাবকদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু তিনিও এই স্কুল থেকে বদলি হয়ে অন্য একটি স্কুলে প্রধান শিক্ষিকা হিসাবে যোগ দেবেন। আর তা মানতে নারাজ স্কুল ছাত্র ছাত্রী থেকে তাদের অভিভাবকেরা। স্কুলের ছাত্র-ছাত্রীরা জানান শিক্ষিকা নীলিমা জানা তাদের পড়াশোনার প্রতি যত্নবান এবং ভালোবাসেন তাই এই স্কুল থেকে যেতে দেবে না ছাত্রছাত্রীরা। অভিভাবকেরাও এই মত পোষণ করেন। তাই বদলি আটকাতে তারা বিক্ষোভ দেখান।
advertisement
স্কুলে যোগ দিতে আসা প্রধান শিক্ষিকা শ্যামলী গুড়িয়া বেরা জানান “স্কুলে ঢোকার সময় অভিভাবকেরা ঢুকতে বাধা দেন, তাই তিনি স্কুলের বাইরে দাঁড়িয়ে। বিষয়টি এস আইকে জানান হয়েছে।’
অন্যদিকে অভিভাবকেরা তমলুক গ্রামীণ চক্রের অবর বিদ্যালয়ের এস আইয়ের কাছে তাদের দাবি লিখিত আকারে জানান। তমলুক গ্রামীণ চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক অরুনাভ হাজরা জানান, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডি আই এবং চেয়ারম্যানের নিকট জানান হয়েছে।’
advertisement
সৈকত শী 
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: স্কুলে ঢুকতে পারলেন না প্রধান শিক্ষিকা, দাঁড়িয়ে রইলেন গাছতলায়! কারণ শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement