East Medinipur News- ইভিএম নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের পথে ভোট কর্মী ও পুলিশ বাহিনী
- Published by:Samarpita Banerjee
Last Updated:
ভোট গ্রহণ শুরু হওয়ার ঠিক আগের দিন অর্থাৎ ২৬ শে ফেব্রুয়ারি শনিবার মহকুমা শাসকের দফতর থেকে ইভিএম সহ অন্যান্য জিনিসপত্র গুছিয়ে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্র বা বুথের দিকে রওনা দিল ভোট কর্মীরা
#তমলুক: রাত পোহালেই পৌর নির্বাচন। রাজ্যজুড়ে ১০৮ টি পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২৭ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে। পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার সকাল থেকেই। ভোট গ্রহণ শুরু হওয়ার ঠিক আগের দিন অর্থাৎ ২৬ শে ফেব্রুয়ারি শনিবার মহকুমা শাসকের দফতর থেকে ইভিএম সহ অন্যান্য জিনিসপত্র গুছিয়ে নিয়ে ভোটগ্রহণ কেন্দ্র বা বুথের দিকে রওনা দিল ভোট কর্মীরা। শুধু ভোট কর্মীরা নয়, এদিন মহকুমা শাসকের দফতর থেকে বুথে বুথে রওনা দিলো সশস্ত্র পুলিশ বাহিনী।
২৭ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত, কাঁথি ও এগরা পৌরসভার পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগের দিন জেলার তিনটি মহকুমা শাসকের দফতর থেকে ভোটের কর্মীরা ইভিএম সহ ভোটকেন্দ্রে যেসব জিনিসপত্র লাগে সেই সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে পথে পথে রওনা দেন। সঙ্গে থাকে প্রতিটি বুথের জন্য সশস্ত্র পুলিশ বাহিনী। এদিন তমলুক মহকুমা শাসকের দফতর থেকে ভোট কর্মীরা ইভিএম সহ অন্যান্য জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা দেয় বিকেলের মধ্যেই। শুধু ভোট কর্মীরাই নয়, রওনা দেয় সশস্ত্র পুলিশ বাহিনীও। তমলুকের মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য জানিয়েছেন, "ভোট কর্মীরা ইভিএম সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে বিকেলের মধ্যেই ভোট কেন্দ্রে বা বুথে পৌঁছে গিয়েছে। প্রশাসন থেকে ভোটদানের কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার, সরিয়ে ফেলার কাজ শেষ হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি বুথে থাকবে সিসি ক্যামেরার নজরদারি।"
Location :
First Published :
February 26, 2022 7:15 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News- ইভিএম নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের পথে ভোট কর্মী ও পুলিশ বাহিনী