East Medinipur News - রাত পোহালেই পৌর নির্বাচন, এক নজরে পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌরসভা

Last Updated:

পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌরসভার মোট ভোটারের সংখ্যা ১৩৭৫৪২ জন। তিনটি পৌরসভার মোট ওয়ার্ড সংখ্যা ৫৫ টি

পূর্ব মেদিনীপুর জেলাশাসক কার্যালয়
পূর্ব মেদিনীপুর জেলাশাসক কার্যালয়
#তমলুক: রাত পোহালেই রাজ্যের ১০৮ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপশি পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌরসভা কাঁথি, এগরা ও তাম্রলিপ্ত পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২৭ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে (East Medinipur News)। শনিবার তাম্রলিপ্ত পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণের ইভিএম সহ ও জিনিসপত্র ভোট কর্মীদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি পুলিশ কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে তমলুক মহকুমা শাসকের দপ্তর থেকে। শুধু তমলুক না কাঁথি ও এগরা মহকুমা শাসকের দপ্তর থেকে ভোটকর্মী ও পুলিশ কর্মীদের দ্বায়িত্ব বুঝিয়ে দেওয়া।
পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক বা তাম্রলিপ্ত পৌরসভার মেয়াদ শেষ হয় ২০২০ সালে। কিন্তু রাজ্য জুড়ে কোভিড পরিস্থিতির জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পৌর প্রশাসক নিয়োগ করেই চলছিল পৌরসভার কাজকর্ম। ২৭ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন (East Medinipur News)।তাম্রলিপ্ত পৌরসভার মোট ওয়ার্ড ২০টি। এবার মোট বুথের সংখ্যা ৭০টি। এর মধ্যে প্রধান বুথ ৫৪টি। ১২০০ ভোটার সংখ্যা নিয়ে বুধ ভেঙে তৈরি হয়েছে অক্সালেরি বা সহায়ক বুথ। তাম্রলিপ্ত পৌরসভায় সহায়ক বুথের সংখ্যা ১৬ টি। তাম্রলিপ্ত পৌরসভার মোট ভোটার ৫৪৭১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৬৯২৯ জন এবং মহিলা ভোটার ২৭৭৮৮ জন। তাম্রলিপ্ত পৌরসভা ২০১৫ সালের নির্বাচনে জয়ী হয়ে বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। সেবার ২০ টি ওয়ার্ডে মধ্যে ১৬ টি জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। বাকী ৪ ওয়ার্ডের মধ্যে একটিতে জয়ী হয় বিজেপি এবং তিনটি জয়লাভ করে নির্দল প্রার্থীরা।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম শহর হল কাঁথি। কাঁথি পৌরসভার নির্বাচন ঘিরে পাখির চোখ সারা রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের। কাঁথি পৌরসভার মেয়াদ শেষ হয় ২০২০ সালে। কাঁথি পৌরসভার মোট ওয়ার্ড সংখ্যা ২১ টি। কাঁথি পৌরসভার মোট বুথের সংখ্যা ৬৮ (East Medinipur News)। এর মধ্যে প্রধান বুথের সংখ্যা ৫৬ টি। এছাড়াও সহায়ক বুথের সংখ্যা ১২ টি। কাঁথি পৌরসভার মোট ভোটার ৫৫৯৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২৭১৬২ এবং মহিলা ভোটার সংখ্যা ২৮৭৯০ জন। সালের কাঁথি পৌরসভা নির্বাচনে পর ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। সেবার কাঁথি পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস পায় ৯ টি ওয়ার্ড। বামপন্থীরা জয়লাভ করে ৫ টি ওয়ার্ডে। জাতীয় কংগ্রেস দল জয়ী হয় ৩ টি ওয়ার্ডে। এবং ৪ টি ওয়ার্ডে বিজেপি জয়লাভ করে। পরবর্তীতে অন্যান দলের জয়ী প্রার্থীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলে পৌরবোর্ড দখল করে তৃণমূল কংগ্রেস। কাঁথি পৌরসভার পৌরবোর্ডে এবার কে গঠন তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার অন্য একটি পৌরসভা এগরা। বাংলা-ওড়িশা বর্ডার লাগোয়া শহর এগরা। এগরা পৌরসভারও মেয়াদ শেষ হয়ে যায় ২০২০। এগরা পৌরসভার মোট ওয়ার্ড ১৪ টি। এগরা পৌরসভার মোট বুথ সংখ্যা ৩০ টি। এই পৌরসভার প্রধান বুথের সংখ্যা ২৭ টি। সহায়ক বুথের ৩ টি। এগরা পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৬৮৬১জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩৩৬১ জন। মহিলা ভোটার সংখ্যা ১৩৪৯৯ জন। ২০১৫ সালের নির্বাচনে জাতীয় কংগ্রেস ৫ টি ওয়ার্ডে জয়ী হয়। বিজেপি জয়ী হয় ৫ টি ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেস জয়ী হয় ২ টি আসনে এবং বামপন্থীরা জয়ী হয় ২ টি আসনে। কিন্তু কংগ্রেসের জয়ী প্রার্থীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় এগরা পৌরবোর্ড দখল করে তৃণমূল কংগ্রেস।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌরসভার মোট ভোটারের সংখ্যা ১৩৭৫৪২ জন। তিনটি পৌরসভার মোট ওয়ার্ড সংখ্যা ৫৫ টি। মোট বুথের সংখ্যা ১৬৮টি। ১২০০ সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকবে বুথে বুথে। নির্বিঘ্নে ভোট পর্ব মেটাতে তৎপর প্রসাশন। প্রশাসন সূত্রে খবর হাইকোর্টে নির্দেশে প্রতিটি বুথে থাকবে সিসিটিভির নজরদারি।
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News - রাত পোহালেই পৌর নির্বাচন, এক নজরে পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌরসভা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement