East Medinipur News: ফিরে এলো সেই আতঙ্ক! হঠাৎ আগুনের মতো গরম হয়ে যাচ্ছে বাড়ির মেঝে, এবার কোথায়
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
ঘুম ভেঙ্গে এই ঘরের মেঝেতে পা দিয়ে চমকে উঠল বাড়ির লোকজন। কারণ ঘরের মেঝে হয়ে উঠেছে যেন জ্বলন্ত কয়লা! মেঝেতে পা ফেলা দায়। এই অদ্ভুতুড়ে ঘটনায় আতঙ্কে মহিষাদল থানার অন্তর্গত মসলন্দপুরের একটি পরিবার।
মহিষাদল: ঘুম ভেঙ্গে এই ঘরের মেঝেতে পা দিয়ে চমকে উঠল বাড়ির লোকজন। কারণ ঘরের মেঝে হয়ে উঠেছে যেন জ্বলন্ত কয়লা! মেঝেতে পা ফেলা দায়। এই অদ্ভুতুড়ে ঘটনায় আতঙ্কে মহিষাদল থানার অন্তর্গত মসলন্দপুরের একটি পরিবার। শুধু ওই পরিবারের লোকজন নয় এই অদ্ভুতুড়ে ঘটনায় কার্যত তাজব বনে গিয়েছে ওই পরিবারের প্রতিবেশীরা। প্রায় দু’বছর ধরে ওই বাড়িতে বসবাস করছে কুম্ভবকার পরিবার। কিন্তু আগেও সেখানে এই ধরনের কোনও ঘটনা ঘটেনি বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা।
শেষ কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ বেড়ে চলেছে। গরমে অতিষ্ট গোটা বঙ্গবাসী। এই অবস্থায় পূর্ব মেদিনীপুরে এই অবাক করা ঘটনা ঘটেছে। মহিষাদল ব্লকে মছলন্দপুরের বাসিন্দা শ্রীনিবাস ঘোড়ুইয়ের বাড়ির মেঝে তপ্ত লোহার মতো উত্তাপ ছড়াচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির মেঝেতে পা দিতেই পুড়ে যাওয়ার উপক্রম।
advertisement
এই ঘটনায় তাজ্জব বোনে গিয়েছে ওই পরিবার। তপ্ত মেঝে দিয়ে হাঁটা চলা করতে সমস্যার মধ্যে পড়ছেন পরিবারের বাসিন্দারা। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও দমকলকে খবর দেওয়া হয়। বাড়িতে আসে দমকলের লোকজন। তাদের কথা মতো মেঝেতে জল ঢালা হয়।
advertisement
প্রসঙ্গত এর আগে বাঁকুড়ার ছাতনা থানার অন্তর্গত ভূঁইয়া পাড়ায় একটি বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছিল। মহিষাদল এর মছলন্দপুর এর ঘটনাও যেন সেই বাঁকুড়ার কথা মনে করায়।
মছলন্দপুরের শ্রীনিবাস ঘোড়ুইয়ের বাড়ি সিড়ির সামনের মেঝে থেকে বের হচ্ছে গনগনে কয়লার উত্তাপের মতো তাপ। আর এই ঘটনা শুধু এই পরিবার নয় তাদের প্রতিবেশীরাও ভীষণভাবে অবাক। যদিও এ বিষয়ে জেলা বিজ্ঞান মঞ্চের বক্তব্য, বাড়ি তৈরির সময় ব্যবহার কোনও রাসায়নিকের বিক্রিয়ার ফলেই এই ঘটনা ঘটতে পারে। ঘটনা যাই হোক না কেন অদ্ভুতুড়ে ঘটনায় আতঙ্কে পরিবার।
advertisement
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2023 7:27 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ফিরে এলো সেই আতঙ্ক! হঠাৎ আগুনের মতো গরম হয়ে যাচ্ছে বাড়ির মেঝে, এবার কোথায়