East Medinipur News- পৌরবাসীর সমস্যা সমাধানে তাম্রলিপ্ত পৌরসভায় 'দুয়ারে চেয়ারম্যান' কর্মসূচী
- Published by:Samarpita Banerjee
Last Updated:
কারো বা নতুন বাড়ি, কারো বা বাথরুম এবং কারও বা জলের সমস্যা, কারো বা জল নিকাশির সমস্যা নিয়ে আসেন এদিনের দুয়ারে চেয়ারম্যানের কাছে
#তমলুক: রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা এবং সাধারণ মানুষের যে সমস্ত অসুবিধা রয়েছে, সে সমস্ত সমাধান করতেই তমলুকের ১৯ নম্বর ওয়ার্ডে একটি স্কুলের হল ঘরে উপস্থিত হন চেয়ারম্যান। মূলত স্থানীয় বাসিন্দাদের যে সমস্ত সমস্যা এবং অভাব অভিযোগ রয়েছে, সেই সমস্ত বিষয়গুলির জন্য যাতে পৌরসভায় দীর্ঘসময় লাইন না দিতে হয়, সেই কারণে এবার স্থানীয় বাসিন্দাদের কাছে উপস্থিত হন চেয়ারম্যান। কারো বা নতুন বাড়ি, কারো বা বাথরুম এবং কারও বা জলের সমস্যা, কারো বা জল নিকাশির সমস্যা নিয়ে আসেন এদিনের দুয়ারে চেয়ারম্যানের কাছে।
Location :
First Published :
January 28, 2022 8:33 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News- পৌরবাসীর সমস্যা সমাধানে তাম্রলিপ্ত পৌরসভায় 'দুয়ারে চেয়ারম্যান' কর্মসূচী