#তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সঙ্কট চলছে। প্রতিটি ব্লাড ব্যাংকেই বিভিন্ন গ্রুপের রক্তের চাহিদা রয়েছে। কিন্তু রক্তের চাহিদা থাকলেও ব্লাড ব্যাংক সাপ্লাই দিতে হিমশিম খাচ্ছে। কারণ রক্ত কখনোই ল্যাবরেটরীতে প্রস্তুত হয় না। একজন সুস্থ সবল মানুষ রক্তদান করলে তবেই আরেকজন মুমূর্ষু বা চিকিৎসার জন্য প্রয়োজনীয় রক্ত পাবে রোগী। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকের রক্তের সঙ্কট মেটাতে উদ্যোগি হল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।
পূর্ব মেদিনীপুর জেলাশাসকের উদ্যোগে ও ব্যবস্থাপনায় আয়োজিত হল রক্তদান শিবির। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলাশাসক কার্যালয়ে আয়োজন করা হয় এই রক্তদান শিবির। এদিন এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক শ্বেতা আগ্রওয়াল। তিনি রক্তদাতাদের হাতে সার্টিফিকেট তুলে দেন। অফিসার ইনচার্জ হেলথ অজয় কুমার বোস জানান, "পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন ব্লাড ব্যাংক এ রক্তের ক্রাইসিস আছে। রক্তের ক্রাইসিস মেটাতে মাননীয় জেলাশাসক মহাশয় এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। রক্তদান শিবির সফল করার জন্য জেলাশাসক প্রতিটি মহাকুমা ও ব্লক প্রশাসনিক অফিসের কর্মচারীদের রক্তদানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান। এদিনের এই রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণ করেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক ও মহাকুমা সরকারি কর্মচারী ও আধিকারিকেরা। এদিনের এই রক্তদান শিবির থেকে ২০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। কিন্তু আমরা আশাবাদী তা ৩০০ তে ছাড়িয়ে যাবে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Blood Bank, East Medinipur, Tamluk