Tamluk News- তমলুকে প্রার্থী বাছাই ঘিরে বিক্ষোভ ও পথ অবরোধ
- Published by:Samarpita Banerjee
Last Updated:
শনিবার বিকেলে তাম্রলিপ্ত পৌরসভার ১১ নম্বর প্রার্থী পরিবর্তনের দাবিতে বিকেল সাড়ে চারটে থেকে পথ অবরোধে সামিল হয় কর্মী সমর্থকরা
#তমলুক: আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাম ঘোষণার পর থেকেই তৃণমূলের একাংশ প্রার্থী পছন্দ না হওয়ায়, বিক্ষোভে নেমেছে কর্মী সমর্থকরা। পূর্ব মেদিনীপুরের ৩ টি পৌরসভা নির্বাচন রয়েছে আগামী ২৭ শে ফেব্রুয়ারি। তৃণমূলের পক্ষ থেকে তাম্রলিপ্ত, কাঁথি ও এগরা পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই গতকাল, শুক্রবার থেকে বিক্ষোভে ফেটে পড়ে অসংখ্য তৃণমূল নেতা কর্মী। শনিবার বিকেলে তাম্রলিপ্ত পৌরসভার ১১ নম্বর প্রার্থী পরিবর্তনের দাবিতে বিকেল সাড়ে চারটে থেকে পথ অবরোধে সামিল হয়। এরপর তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ উঠিয়ে দেয়। বিক্ষোভকারীরা, প্রার্থী পরিবর্তন না হলে, বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানা গেছে।
Location :
First Published :
February 05, 2022 9:16 PM IST