East Medinipur News|| নৃশংস ঘটনা তমলুকে, সম্পত্তির বিবাদে অ্যাসিড আক্রান্ত শিশুকন্যা

Last Updated:

Brutal acid attack: সম্পত্তি নিয়ে বিবাদের জের, মামা বাড়িতে অ্যাসিড আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি তিন বছরের শিশুকন্যা।

তমলুক থানা
তমলুক থানা
#তমলুক, পূর্ব মেদিনীপুর: নৃশংস ঘটনা ঘটল তমলুকে। মামাবাড়িতে অ্যাসিড আক্রান্ত হল তিন বছরের শিশু কন্যা-সহ তার মা।সম্পত্তি নিয়ে বিবাদের জন্য অ্যাসিড ছুঁড়ে প্রানে মারার চেষ্টা মেয়ে ও নাতনিকে। নিজের মেয়ের নামে সম্পত্তির একাংশ রেজিস্ট্রি করে দেওয়ার পরও সেই সম্পত্তি ফেরত নেওয়ার জন্য চাপ দিত অভিযুক্ত বাবা-মা ও অভিযুক্ত বাপের বাড়ির লোকজন। মেয়ের নামে রেজিস্ট্রি করা সম্পত্তি ফিরিয়ে নিতে নিজের মেয়ে ও নাতনির ওপর অ্যাসিড হামলা চালাল। ঘটনা তমলুক থানার অন্তর্গত উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের চক শ্রীকৃষ্ণপুর গ্রামের। অভিযুক্ত রামপ্রসাদ সামন্ত তাঁর স্ত্রী ও ছেলে।
প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রামপ্রসাদ সামন্ত তাঁর মেয়েকে প্রথমে বিয়ে দেন। বিয়ের পর তার স্বামী মারা গেলে মেয়ের সেই অসহায় অবস্থায় তার বাড়ির চার ভাগের একভাগ অংশ রেজিষ্ট্রি করে দেন মেয়ের নামে। পরে বিধবা মেয়ের সঙ্গে পাঁশকুড়ার বাসিন্দা বিশ্বজিৎ সামন্তের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁরা উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের চক শ্রীকৃষ্ণপুরে শ্বশুর বাড়িতেই থাকতেন বলে জানান আক্রান্ত মহিলার স্বামী। তিনি আরও জানান শ্বশুরবাড়িতে দীর্ঘদিন থাকার পর শ্বশুরবাড়ির লোকের সঙ্গে বিবাদ শুরু হয় সম্পত্তি নিয়ে।
advertisement
আরও পড়ুনঃ ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক, বাগদায় চাঞ্চল্য
আক্রান্ত মহিলা মৌমিতা সামন্ত বলেন, তাঁর বাবা রামপ্রসাদ সামন্ত তাঁর নামের সম্পত্তি ফেরত দিতে একাধিকবার চাপ দেন। মারধর করেন তিন বছরের ছোট মেয়ে ও তাকে। সোমবার মেয়েকে বাথরুমে নিয়ে যাওয়ার পর বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে আক্রান্ত মহিলার বাবা রামপ্রসাদ সামন্ত, মা সন্ধ্যারানী সামন্ত-সহ দাদা মিলে একসঙ্গে আক্রমণ করেন বাথরুম থেকে বের করে এনে। তিন বছরের মেয়ের গায়ে অ্যাসিড দিয়ে আক্রমণ করতে গেলে মৌমিতা সামন্ত মেয়েকে আড়াল করে। তাঁর দুই হাত ও পায়ে অ্যাসিড পড়ে গিয়ে পুড়ে যায়। মেয়েকে আড়াল করার চেষ্টা করলেও তিন বছরের শিশু কন্যা অ্যাসিড আক্রান্ত হয় অভিযুক্তদের দ্বারা। বর্তমানে মৌমিতা সামন্ত ও তার মেয়ে তমলুক জেলা হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন।
advertisement
advertisement
ঘটনার সময় আক্রান্ত মহিলার স্বামী উপস্থিত ছিলেন না ওই মহিলার চিৎকারই প্রথমে প্রতিবেশীরা এসে জড়ো হয়। পরেই তার স্বামী এসে তমলুক জেলা হাসপাতালের ভর্তি করে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলার স্বামী। তমলুক থানার আধিকারিক জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News|| নৃশংস ঘটনা তমলুকে, সম্পত্তির বিবাদে অ্যাসিড আক্রান্ত শিশুকন্যা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement