Kolaghat Station viral video: ঝড়ের তাণ্ডবে আগুন-বিস্ফোরণ, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের! দেখুন কোলাঘাট স্টেশনের ভয়ঙ্কর ছবি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
সোমবার বিকেল থেকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়েও দুর্যোগ শুরু হয়৷ প্রবল গতিতে ঝড় শুরু হওয়ার ফলে কোলাঘাট স্টেশনে বিদ্যুতের তারের উপরে গাছের ডাল ছিঁড়ে পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷
কোলাঘাট: সামান্য কয়েক মিনিটের ঝড়৷ আর তাতেই লন্ডভন্ড জনজীবন৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে গাছ পড়ে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের৷ ব্যাহত হয়েছে ট্রেন, যান চলাচল৷ সোমবার বিকেলের সেই ঝড়ের সময়ই এক ভয়ঙ্কর ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট স্টেশনে৷
সোমবার বিকেল থেকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়েও দুর্যোগ শুরু হয়৷ প্রবল গতিতে ঝড় শুরু হওয়ার ফলে কোলাঘাট স্টেশনে বিদ্যুতের তারের উপরে গাছের ডাল ছিঁড়ে পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷ সেই সময় কোলাঘাট স্টেশনেই দাঁড়িয়ে ছিল একটি লোকাল ট্রেন৷ ঝড়বৃষ্টি থেকে বাঁচতে ট্রেনের ভিতরেই বসেছিলেন যাত্রীরা৷
advertisement
advertisement
সোমবার বিকেলের এই প্রবল ঝড়ে হাওড়া, শিয়ালদহের বিভিন্ন শাখায় বিদ্যুতের তার ছিঁড়ে অথবা তারের উপরে গাছের ডাল পড়ে গিয়ে রেল চলাচল ব্যাহত হয়েছে৷ পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনের কাছেও বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে লোকাল এবং দূরপাল্লার ট্রেন আটকে পড়ে৷
advertisement
ট্রেনের ভিতরেই দীর্ঘক্ষণ আটকে থাকেন যাত্রীরা৷ হাওড়া ব্যান্ডেল, শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক জায়গাতেও একই কারণে দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল৷ কলকাতা এবং জেলার বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে মৃ্ত্যু হয়েছে কয়েকজনের৷
হাওড়ার উলুবেড়িয়ায় গাছ এবং বাড়ির দেওয়াল চাপা পড়ে প্রাণ হারান দু জন৷ উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে ঝড়ের সময় গাছে ভেঙে পড়ে এক যুবক এবং যুবতীর মৃত্যু হয়৷ ব্যারাকপুরেই বাড়ির উপরে নারকেল গাছ পড়ে এক মহিলার মৃত্যু হয়৷ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 8:17 AM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Kolaghat Station viral video: ঝড়ের তাণ্ডবে আগুন-বিস্ফোরণ, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের! দেখুন কোলাঘাট স্টেশনের ভয়ঙ্কর ছবি

