Digha: দিঘায় বিরাট বদল! সমুদ্র-সৈকতে যাওয়ার আগে জেনে নিন কোথায়, কী হল
- Reported by:SAIKAT SHEE
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Digha: দিঘায় বিশ্ববাংলা পার্কের দেওয়াল সেজে উঠেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের লেখায়।
দিঘা: বাঙালির সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গা গুলির মধ্যে একটি হল সমুদ্র সৈকত নগরী দিঘা। ছুটির দিন কিংবা উইকেন্ডে দিঘায় এসে সমুদ্র স্নানে মজা উপভোগ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া হয়তো মুশকিল। বাঙালির সেই পছন্দের দিঘায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও নন্দলাল বসুর সৃষ্টি পৌঁছাল। দিঘায় বিশ্ববাংলা পার্কের দেওয়াল সেজে উঠেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের লেখায়। এমনকি সহজ পাঠের ওই লেখার সঙ্গে নন্দলাল বসুর আঁকা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে পার্কের দেওয়ালে।
দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একদিকে যেমন মেরিন ড্রাইভ তৈরি হয়েছে হয়েছে অন্যদিকে জগন্নাথ মন্দির নির্মাণ চলছে। এছাড়াও বিশ্ব বাংলা পার্ক, ঢেউ সাগর পার্ক দিঘার মুকুটে নয়া পালক জুড়েছে।
আরও পড়ুন- চরম ঘনিষ্ঠতায় মত্ত সলমন! সোমির সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন সঙ্গীতা, পরের ঘটনা শুনলে আঁতকে উঠবেন
advertisement
advertisement
বিশ্ব বাংলা পার্কে এবার কবিগুরুর রবীন্দ্রনাথ এবং নন্দলাল বসুর সৃষ্টি স্থান পেল। বিশ্ব বাংলা পার্কে কবিগুরুর সহজপাঠ কথা এবং সহজ পাঠে নন্দলাল বসুর আঁকা প্রতিকৃতি স্থান পেল। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি সহজ পাঠ বইটি ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে উঠছে এ প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে! সদ্য পড়তে শেখা ছাত্র-ছাত্রীদের অজানা নন্দলাল বসুর অসাধারণ আঁকার শিল্পকর্ম।
advertisement
ওল্ড দিঘার সৈকতাবাস আবাসনের ঠিক সামনে প্রথম বিশ্ব বাংলা উদ্যান। সেখানে জেলাশাসকের বাংলো কল্যাণ কুঠিরের দেওয়ালে সহজ পাঠ বইয়ে রবীন্দ্রনাথের ছড়ার সঙ্গে যেভাবে নন্দলাল বসু ছবি এঁকেছেন, হুবহু সেই লেখা ও ছবিই চিত্রিত হয়েছে। আক্ষরিক অর্থেই আরও নতুন করে সেজে উঠছে বিশ্ব বাংলা উদ্যান। দেওয়াল জুড়ে পানের পিক কিংবা বিজ্ঞাপনী আবর্জনায় দৃশ্যদূষণ চিরাচরিত ঘটনা। পর্ষদ কর্তাদের আশা, এই নান্দনিক দৃশ্য তা নিয়ন্ত্রণে সহায়ক হবে। সহজ পাঠের এই চিত্রাঙ্কন পর্যটকদের আরও বেশি আবেগঘন করে তুলবে। আর দেওয়ালজুড়ে এমন চিত্র ফুটে উঠলে দৃশ্যদূষণ থেকেও মুক্তি মিলবে।
advertisement
Saikat Shee
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 19, 2023 6:29 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha: দিঘায় বিরাট বদল! সমুদ্র-সৈকতে যাওয়ার আগে জেনে নিন কোথায়, কী হল








