East Medinipur News: গোয়া থেকে দিঘায় এসে গা ঢাকা খুনের আসামির! ১৫ বছর পর ঘটল চমকে দেওয়া কাণ্ড
Last Updated:
নিজের নাম ও পরিচয় বদলে দিঘায় হোটেল ম্যানেজারের চাকরি নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে আত্মগোপন করেছিল খুনের মামলার আসামি।
#দিঘা: খুনের মামলায় অভিযুক্ত গোয়ার বাসিন্দা দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিল দিঘায়। নাম ও পরিচয় বদলে দীঘার একটি হোটেলে ম্যানেজারের কাজ নিয়ে দীর্ঘ ১৫ বছর আত্মগোপন করে থাকার পরও শেষ রক্ষা হল না ওই খুনের মামলার অভিযুক্ত গোয়ার বাসিন্দার। অবশেষে গোয়া পুলিশের জালে ওই আসামী। গোয়ার পানাজির বাসিন্দা জ্যাকসন ড্যাডেল। খুনের ঘটনায় প্রথমে গোয়া পুলিশের দ্বারা আটক হয় কিন্তু শাস্তি ঘোষণার আগেই পাহারায় থাকা জেল ভেঙে রক্ষীদের আহত করে পালিয়ে যায়।
এক বছর নয় টানা ১৫ বছর পুলিশের চোখে ধূলো দিয়ে লুকিয়ে ছিল খুনের মামলার আসামী। অবশেষে শেষ রক্ষা হল না। পুলিশের জালে ঐ আসামী তথা জেল থেকে পলাতক জ্যাকসন ড্যাডেল।বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরীর দিঘা একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে গোয়া পুলিশ। দীর্ঘ ১৩ বছর বেশি সময় ধরে সৈকত নগরীর দিঘায় হোটেলে ম্যানেজারের কর্মরত ছিল। জানা যায় ওই আসামী শাস্তি ঘোষণার আগেই জেল ভেঙে পলাতক হয়। কিন্তু তারপরও দীর্ঘদিন ধরে খোঁজ করছিল গোয়া পুলিশ। অবশেষে গোয়া পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি দল সৈকত নগরী দিঘায় আসে নিউ দিঘার বেসরকারি হোটেলে ম্যানেজার পদে কর্মরত ওই আসামিকে গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুন: 'আমরা ডোবারম্যান, সাদা হাতি, পরাশ্রয়ী নই! সুদীপকে তুমুল আক্রমণ তাপসের, অস্বস্তিতে তৃণমূল
advertisement
আরও পড়ুন: অস্বস্তিতে তৃণমূল, সুদীপ-তাপস দ্বৈরথ থামার কোনও লক্ষণ নেই
দিঘা থানা সূত্রে জানা যায়, ২০০৫ সালে গডউইন ডি’সিলভা হত্যাকাণ্ডের অভিযুক্ত পানাজির বাসিন্দা জ্যাকসন ড্যাডেল। ২০০৭ সালে গোয়া পুলিশ ড্যাডেলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে নিয়ে যাওয়া হয়মরগাঁও জুডিসিয়াল জেলে। রুডলফ গোমস নামে এক ব্যক্তির সঙ্গে মিলিত হয়ে তিনি গডউইনকে নৃশংসভাবে হত্যা করেন। আদালত দোষী সাব্যস্ত করে। কিন্তু শাস্তি ঘোষণার আগেই ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর ড্যাডেল জেল ভেঙে নিরাপত্তা রক্ষীদের আহত করে পালিয়ে যায়। এরপর সেখান থেকে লুকিয়ে সৈকত নগরীর দিঘায় আসে। নাম পরিবর্তন করে রাজীব কাশ্যপ নাম নিয়ে দিঘার একটি ম্যানেজারের কাজ করতেন। অভিযুক্তকে গোয়া নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে পুলিশ। ওই হোটেলের অন্যান্য কর্মীদের থেকে জানা যায়। ড্যাডেল সবসময় চুপচাপ থাকত। পরিবার নিয়ে নিউ দিঘাতেই একটি ভাড়া বাড়িতে থাকত।
advertisement
Saikat Shee
view commentsLocation :
First Published :
December 10, 2022 8:27 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: গোয়া থেকে দিঘায় এসে গা ঢাকা খুনের আসামির! ১৫ বছর পর ঘটল চমকে দেওয়া কাণ্ড