East Medinipur News: পেট থেকে বেরল পাঁচ কেজি টিউমার! প্রবল যন্ত্রণা থেকে মুক্তি পেতে অবশেষে হল অস্ত্রোপচার
- Published by:Aryama Das
Last Updated:
দীর্ঘদিন ধরে পেটের যন্ত্রনায় কাতরাচ্ছিলেন পাঁশকুড়ার এক মহিলা। বিভিন্ন হাসপাতাল ঘুরে অবশেষে পাঁশকুড়ার এক বেসরকারি হাসপাতালে অপারেশনের পর যন্ত্রণা থেকে মুক্তি পেলেন।
#পাঁশকুড়া: দীর্ঘদিন ধরে পেটের যন্ত্রনায় কাতরাচ্ছিলেন এক মহিলা। বহু চিকিৎসক ও হাসপাতালে গিয়েও মেলেনি মুক্তি। একসময় নিজের বাঁচার ইচ্ছেটুকুই হারিয়ে ফেলেছিলেন তিনি। অবশেষে পেটের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন ওই মহিলা। বিভিন্ন হাসপাতাল ঘুরে অবশেষে পাঁশকুড়ারই এক বেসরকারি হাসপাতালে অপারেশনের পর যন্ত্রণা থেকে মুক্তি পান পাঁশকুড়ার বাসিন্দা, সন্ধ্যারানী ঘোড়াই। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি।
পাঁশকুড়া ব্লকের ঝিকুরিয়ার বাসিন্দা বছর পঞ্চাশের মহিলা সন্ধ্যারানী ঘোড়াই। দীর্ঘ পাঁচ বছর ধরে পেটের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তাঁর পেট ফুলে উঠেছিল সন্তানসম্ভবা মহিলাদের মতো। পেটের ভেতর বেড়ে উঠছিল বৃহৎ আকৃতির টিউমার। ফলে চিকিৎসার জন্য বহু জায়গায় ঘুরেও মুক্তি পাননি তিনি। দিন যত এগোচ্ছিল যন্ত্রণার পরিমাণ তত বাড়ছিল। যন্ত্রণা থেকে মুক্তি পেতে বিভিন্ন ডাক্তার চেম্বার ও হাসপাতাল ঘুরেও সুরাহা হয়নি। সব ডাক্তারবাবুরাই জানিয়েছিলেন এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে অপারেশনের প্রয়োজন। কিন্তু সন্ধ্যাদেবীর শারীরিক স্থিতিশীলতা অস্ত্রপচারের উপযোগী নয়। ফলে একসময় সন্ধ্যারানী ঘোড়াই নিজের বাঁচার আশাটুকু ছেড়ে দিয়েছিলেন।
advertisement
advertisement
অবশেষে পাঁশকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে এসে দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন ওই মহিলা। ওই নার্সিংহোমের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অভিষেক দাসের তত্ত্বাবধানে সফল অস্ত্রপচারে সুস্থ হলেন তিনি। সন্ধ্যারানী ঘোড়াই নামে ওই মহিলার পেট থেকে বের হল সাড়ে পাঁচ কেজি বেশি ওজনের একটি বৃহৎ আকৃতির টিউমার। ওই বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছেন, 'ওই মহিলার উচ্চ রক্তচাপ থাকায় অপারেশন করা সম্ভবপর ছিল না। রক্তচাপ স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে অপারেশন সম্ভব হল। অপারেশন না হলে ওই মহিলার প্রাণ সংশয় ঘটত।'
advertisement
Saikat Shee
Location :
First Published :
November 17, 2022 9:10 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: পেট থেকে বেরল পাঁচ কেজি টিউমার! প্রবল যন্ত্রণা থেকে মুক্তি পেতে অবশেষে হল অস্ত্রোপচার