Purba Medinipur: বাড়ি ফিরল কুড়িজন বাংলাদেশি মৎস্যজীবী দল
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
প্রায় ১৫ দিন পর নিজেদের দেশে ফিরল ওই কুড়িজন মৎস্যজীবী দল। মাঝ সমুদ্রে মাছ ধরার সময় ট্রলার বিকল হওয়ায় ভারতবর্ষের জলসীমায় চলে ও?
পূর্ব মেদিনীপুর: ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর (Indian Coast Guard) সহায়তায় নিজের দেশ বাংলাদেশ (Bangladesh) ফিরল কুড়িজন মৎস্যজীবী। ৯ জানুয়ারী রবিবার মৎস্যজীবীদের বাংলাদেশের কোস্টগার্ডের হাতে তুলে দেয় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (Indian Coast Guard)। মাছ ধরতে ধরতে নৌকা বিকল। ততক্ষণে তারা ঢুকে পড়েছে ভারতীয় জলসীমায়। উদ্ধার করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (Indian Coast Guard)। আইনি প্রক্রিয়া শেষে মৎস্যজীবীদের বাংলাদেশে (Bangladesh) নিজের বাড়িতে ফেরত পাঠাল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। হলদিয়া উপকূল রক্ষী বাহিনী ও পারাদ্বীপ উপকূল রক্ষী বাহিনীর সহায়তায় বাড়ি ফিরল মৎস্যজীবীরা। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ (Bangladesh)। উভয় দেশকে আলাদা করে রেখেছে স্থল ও জলসীমা। প্রতিবেশী দেশ হওয়ায় বারবার সৌজন্যতার নজির দেখিয়েছে ভারতবর্ষ। এবারও তার অন্যথা হল না। মাঝ সমুদ্রে ট্রলার বিকল হওয়ায় ভারতীয় জলসীমায় ঢুকে পড়া কুড়িজন মৎস্যজীবীদের সুরক্ষিতভাবে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। 'আল্লাহর দান' নামে একটি মৎস্যজীবি ট্রলার সমুদ্রে বিকল হয়ে পড়ে। ওই মৎস্যজীবীদের উদ্ধার করে ভারতীয় জলসীমায় মৎস্য শিকারে যাওয়া মৎস্যজীবীরা। পরে তাদের তুলে দেওয়া হয় পারাদ্বীপ উপকূল রক্ষী বাহিনীর হাতে। 9 জানুয়ারী রবিবার হলদিয়া কোস্টগার্ড ও পারাদ্বীপ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা বাংলাদেশি মৎস্যজীবীদের ফিরিয়ে দেওয়া হয়।
এদিন, রবিবার বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ ইন্টান্যাশনাল মেরিটাইম বর্ডার লাইনে অর্থাৎ আন্তর্জাতিক জলসীমায় দুপুর নাগাদ এই প্রত্যার্পণ হয় আনুষ্ঠানিকভাবে। ২৬ ডিসেম্বর ২০২১ 'আল্লাহর দান' নামে ঐ ট্রলারটির ইঞ্জিন বিকল হয় মাঝ সমুদ্রে। মৎস্যজীবী সহ ট্রলারটির খোঁজ পায় ভারতীয় মৎস্যজীবীরা। পরে তাদের উদ্ধার করে পারাদ্বীপ কোস্টগার্ড। এদিন পারাদ্বীপ ও হলদিয়া কোস্টগার্ড যৌথভাবে বর্ডার এলাকায় পৌঁছে বাংলাদেশী মৎস্যজীবীদের সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়।
advertisement
ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সরোজিনী নাইডু জাহাজে প্রত্যাবর্তন চুক্তি করে মৎস্যজীবীদের ফেরানো হয়। হলদিয়া কোস্টগার্ডের কমান্ডার দীপক সিং জানিয়েছেন, প্রায় ১৫ দিন পর নিজেদের দেশে ফিরল ওই কুড়িজন মৎস্যজীবী দল। মাঝ সমুদ্রে মাছ ধরার সময় ট্রলার বিকল হওয়ায় ভারতবর্ষের জলসীমায় চলে ওই মৎস্যজীবীদের দল। তাদের আইন কানুন মেনে সুরক্ষিতভাবে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
advertisement
Location :
First Published :
January 10, 2022 1:39 PM IST