Purba Medinipur News: রূপনারায়ণের বুক থেকে অবৈধভাবে বালিকাটার অভিযোগে গ্রেফতার ১৪ জন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
রূপনারায়ণ নদীর বুক থেকে অবৈধভাবে বালি কেটে পাচারের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করল মহিষাদল থানার পুলিশ। দীর্ঘদিন ধরে মহিষাদল ব্লকের নাটশাল ১ নং এবং অমৃতবেড়িয়া দুটি গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী জায়গায় রূপনারায়ণ নদে গড়ে উঠা চরে অবৈধভাবে সাদা বালি কেটে নৌকাওয়ালারা ইটভাটা ,টালিভাটা ও কন্ট্রাক্টারদের পাচার করছে।
#মহিষাদল : রূপনারায়ণ নদীর বুক থেকে অবৈধভাবে বালি কেটে পাচারের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করল মহিষাদল থানার পুলিশ। দীর্ঘদিন ধরে মহিষাদল ব্লকের নাটশাল ১ নং এবং অমৃতবেড়িয়া দুটি গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী জায়গায় রূপনারায়ণ নদে গড়ে উঠা চরে অবৈধভাবে সাদা বালি কেটে নৌকাওয়ালারা ইটভাটা ,টালিভাটা ও কন্ট্রাক্টারদের পাচার করছে। মহিষাদল ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের মাইকিং প্রচার করে নিষেধাজ্ঞাজারি করা সত্বেও নৌকাওয়ালারা রাত্রিতে এবং দিনের বেলায় নদীর চরে অবৈধভাবে বলি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছে।
প্রসঙ্গত উল্লেখ্য রূপনারায়ণ এর ওই এলাকায় নদী ভাঙনের তীব্রতা প্রবল। প্রতি বর্ষায় জলের স্রোতে ভাঙছে পাড়। আবার কিছুটা দূরেই রূপনারানের বুকে নতুন করে গজিয়ে উঠেছে চর। ওই চরের ভাঙ্গন রুখতে সম্প্রতি চরটিতে জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের উদ্যোগে কয়েক লক্ষাধিক টাকা ব্যয়ে ম্যানগ্রোভ চারা গাছ রোপন করা হয়েছে। এই চরের ভাঙ্গন রুখতে ব্লক প্রশাসন ও নিষেধাজ্ঞা জারি করেছে।
advertisement
advertisement
মহিষাদল ব্লকের ভূমি কর্মাধ্যক্ষ শিবপ্রসাদ বেরা অবৈধ বালি কাটার প্রতিবাদ জানিয়ে পুলিশ প্রশাসনকে আইনগত দিক থেকে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। ৩১ অক্টোবর , রবিবার রূপনারায়ণ নদের নতুন চরে বেশ কিছু মেশিন চালিত ভুটভুটি নৌকা ভাটার সময় বালি কাটতে থাকে। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ প্রশাসন একটি মেশিন চালিত নৌকা নিয়ে রূপনারায়ণ নদের মাঝপথে চারটি নৌকাকে হাতে নাতে ধরে ফেলে।
advertisement
আরও পড়ুনঃ দীর্ঘদিন ধরে বেহাল গ্রামীণ সড়ক যোজনা রাস্তা! সমস্যায় সাধারণ মানুষ
আর কয়েকটি নৌকা মেশিন চালিয়ে পালিয়ে যায়। চারটি মেশিন চালিত নৌকা বালি সহ মহিষাদল থানার পুলিশ আটক করে। বর্তমান পুলিশের হেফাজতে বাড় অমৃতবেড়িয়া জেটিঘাটে বাঁধা রয়েছে। পাহারা দিচ্ছে সিভিক ভলেন্টিয়াররা। চারটি নৌকা মিলিয়ে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয় অবৈধ বালি পাচার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। তাদের বিরুদ্ধে মহিষাদল ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অবৈধ বালিকাটার অভিযোগ দায়ের করে FIR করেন।
advertisement
Saikat Shee
Location :
First Published :
November 01, 2022 11:40 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: রূপনারায়ণের বুক থেকে অবৈধভাবে বালিকাটার অভিযোগে গ্রেফতার ১৪ জন