East Bardhaman News: চালের নামে এ কী দেওয়া হচ্ছে গ্রামে! চমকে উঠল গ্রামবাসী, তারপরেই তুমুল বিক্ষোভ
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
দুয়ারে রেশনের চালের গুণগত মান খারাপ ও প্লাস্টিকের চাল দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে।
#পূর্ব বর্ধমান: ভাতারের ডাঙাপাড়া গ্রামে প্লাস্টিকের চাল আতঙ্কে উত্তেজনা, ডিলারকে ঘিরে বিক্ষোভ। পূর্ব বর্ধমান জেলার ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের ডাঙ্গাপাড়া গ্রামে দুয়ারে রেশন দেওয়া হচ্ছিল। সেই দুয়ারে রেশনের চালের চালের গুণগত মান খারাপ ও প্লাস্টিকের চাল দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। যার জেরে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষজন।
অভিযোগ, রেশন আনতে এসে চাল মাপার সময় গ্রামবাসীদের নজরে আসে যে সাধারণ চালের মতো দেখতে নয় এমন চাল দেওয়া হচ্ছে। যা দেখে প্লাস্টিকের চাল বলে উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে। এরপরই রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। যদিও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে রেশন ডিলার। তবে উত্তেজিত গ্রামবাসী ডিলারের কথা মানতে নারাজ।
advertisement
advertisement
গ্রামের এক বাসিন্দা আব্দুস সেলিম শেখ জানান, রেশন এর চাল সম্পূর্ণভাবে খারাপ। সেই চাল খাবার যোগ্য নয়। তাঁদের মনে হচ্ছে এটা প্লাস্টিকের চাল। অবিলম্বে চাল পাল্টাতে হবে। খাদ্য দফতর এই চালটিকে পরীক্ষা করুক বলে দাবি তোলেন তিনি। এ বিষয় রেশন ডিলার বিদ্যুৎ কুমার কর জানান, দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে ডাঙাপাড়া গ্রামে রেশন দেওয়া হচ্ছিল৷ হঠাৎ করে রেশন দেওয়া বন্ধ করে দেয় গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ , তিনি নাকি প্লাস্টিক চাল দিচ্ছেন। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল, ওটা প্লাস্টিক চাল নয়, ভিটামিনযুক্ত চাল।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
December 21, 2022 4:34 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: চালের নামে এ কী দেওয়া হচ্ছে গ্রামে! চমকে উঠল গ্রামবাসী, তারপরেই তুমুল বিক্ষোভ