Purba Bardhaman News: দামী গাড়িতে করে চোলাই মদ পাচার! গ্রেফতার দুই

Last Updated:

ভাতারে বোলোরো গাড়ি করে চোলায় মদ পাচার করার সময় হাতে নাতে ধরা পরল দুই ব্যক্তি, বিপুল পরিমাণ চোলায় মদ উদ্ধার হয় ধৃতদের কাছ থেকে। চোলাই মদ পাচারের জন্য কৌশল বদলেও মিললো না রেহাই।

#পূর্ব বর্ধমান : ভাতারে বোলোরো গাড়ি করে চোলায় মদ পাচার করার সময় হাতে নাতে ধরা পরল দুই ব্যক্তি, বিপুল পরিমাণ চোলায় মদ উদ্ধার হয় ধৃতদের কাছ থেকে। চোলাই মদ পাচারের জন্য কৌশল বদলেও মিললো না রেহাই। দামি চারচাকা গাড়িতে বিপুল পরিমান চোলাই মদ নিয়ে হুগলি থেকে বীরভূমে পাচার করতে যাওযার সময় ভাতারের ওড়গ্রামে পুলিশের হাতে ধরা পড়ল দুই পাচারকারী। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সঞ্জয় সাউ ও সন্তোষ সাউ। দু’জনেরই বাড়ি বীরভূমের বোলপুরের হাটতলা এলাকায়।
 
 
advertisement
ধৃতদের ব্যবহৃত চারচাকা গাড়ি থেকে প্রায় ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ। দুই ধৃতকে পেশ করা হয়েছে বর্ধমান আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্য দিনের মত এদিনিও রাতে বর্ধমান বোলপুর টু বি জাতীয় খসড়কের ভাতারের ওড়গ্রামে রুটিনমাফিক নাকাচেকিং চালাচ্ছিল ভাতার থানার পুলিশ। সেই সময় ওই চারচাকা গড়িটি সেখানে পৌছালে পুলিশ গাড়িটি আটকে তল্লাশি শুরু করে।
advertisement
আরও পড়ুনঃ নৌকো করে দিঘিতে ঘুরতে যাওয়াই হল কাল! জলে ডুবে মৃত যুবক
তল্লাশি করতে নেমেই পুলিশের চক্ষু চড়কগাছ হয়ে যায়। গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় অসংখ্য পলিথিনের প্যাকেট ভর্তি বিপুল পরিমাণ চোলাই মদ। এরপরই পুলিশ মদ ভর্তি ওই গাড়ি সহ গাড়িতে থাকা দু'জনকে গ্রেফতার করে। জেরায় ধৃতরা পুলিশকে জানায়, বেশি গাড়ি ভাড়া পাওয়ার জন্য তারা হুগলীর সিঙ্গুর থেকে বীরভূমের বোলপুর অন্যজনের কাছে এই মদ বহন করে নিয়ে যাচ্ছিলেন।
advertisement
আরও পড়ুনঃ সেরা পুলিশ ইউনিটের সম্মান পেল জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
বিষয়ে ভাতার থানার ওসি অরুন কুমার সোম জানিয়েছেন, বর্ধমান -বোলপুর ২বি জাতীয় সড়কে নাকাচেকিংয়ে একটি চারচাকা গাড়ি থেকে প্রায় ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। ওই গাড়িটি সহ গাড়িতে থাকা দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সন্তোষ সাউ (৩২) সঞ্জয় সাউ (৩৪) তারা সম্পর্কে দুই ভাই। বাড়ি বোলপুর হাটতলা এলাকায়।
advertisement
 
 
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: দামী গাড়িতে করে চোলাই মদ পাচার! গ্রেফতার দুই
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement