East Bardhaman News: বিয়ের পর স্বামী-স্ত্রীকে বেছে নিতে পারবেন তো?বিয়ের পিঁড়িত যমজ ভাই-যমজ বোন

Last Updated:

বর্ধমানের নজির বিহীন বিবাহ। যমজ বোনের সঙ্গে বিবাহ হল জমজ ভাইয়ের। আট হাত এক হল একই ছাদনাতলায়। 

#পূর্ব বর্ধমান: বর্ধমানের নজির বিহীন বিবাহ। যমজ বোনের সঙ্গে বিবাহ হল যমজ ভাইয়ের। আট হাত এক হল একই ছাদনাতলায়। এমনই এক ব‍্যতিক্রমী বিবাহের সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার কুড়মুন ও ভাতার থানার স‍্যোৎখালি এলাকা। জানা গিয়েছে, কুড়মুনের বাসিন্দা লব পাকড়ে ও কুশ পাকড়ে দুই যমজ ভাই । বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভাতারের সোৎখালির বাসিন্দা যমজ দুই বোন অর্পিতা সাঁতরা ও পারমিতা সাঁতরার সঙ্গে । আট হাত এক হল মাঙ্গলিক অনুষ্ঠানের মধ‍্য দিয়ে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের উপস্থিতিতে এই শুরু হল দুই দম্পতির নতুন পথচলা। এই বিবাহ অনুষ্ঠানটি দেখে খুশি বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিরা।
আরও পড়ুনঃ গ্যাস ওভেন মেরামতের মিস্ত্রি চেয়ে ফোন! তারপরের ঘটনা সাংঘাতিক
কুড়মুনের বাসিন্দা ওই দুই যমজ বোনের নাম অর্পিতা এবং পারমিতা। সদ্য কলেজ পাস করেছেন অর্পিতা ও পারমিতা । অর্পিতা ও পারমিতা বিয়েতে রাজি থাকলেও, তাদের শর্ত ছিল, একই বাড়িতে বিয়ে করবে তারা। কিন্তু একই বাড়িতে দুই পাত্র কি পাওয়া সম্ভব? এ নিয়ে বেশ চিন্তিত ছিল দুই যমজ বোনের পরিবার। অর্পিতা-পারমিতার কথা মত খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। আর খোঁজাখুঁজি করতে গিয়ে ভাতারে খোঁজ মিলল যমজ দুই পাত্রের। ব্যাস আর একদমই সময় নষ্ট না করে বিয়ের তোড় জোড় শুরু করে অর্পিতা ও পারমিতার বাবা-মা। সেই মত বিয়ের আয়োজন হয়। তারপরই যমজ ভাইয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন যমজ বোন। যমজ ভাই লব কুশের গলায় মালা দিলেন অর্পিতা ও পারমিতা।
advertisement
আরও পড়ুনঃ রবিবার প্রাথমিকের টেট, পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে, এক ক্লিকে জানুন
বিয়ে বাড়িতে নিমন্ত্রিত অতিথিদের অনেকেই ঠাট্টা করে দুই যমজ বোনকে প্রশ্ন করেছিলেন, বিয়ের পর একে অপরকে চিনতে অসুবিধা হবে না তো! সেই প্রশ্নের তেমন কোনও কর্ণপাতই করেননি, অর্পিতা ও পারমিতা। আপাতত মন দিয়ে সংসার করতে চান এই দুই দম্পতি।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বিয়ের পর স্বামী-স্ত্রীকে বেছে নিতে পারবেন তো?বিয়ের পিঁড়িত যমজ ভাই-যমজ বোন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement