East Bardhaman News- আইসিডিএস-এর অফিসে চুরি, সিসিটিভি ক্যামেরা খুলতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের
- Published by:Samarpita Banerjee
Last Updated:
আইসিডিএস (ICDS) এর অফিসে চুরির ঘটনায় দুই ভাই সহ তিনজনকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ
#পূর্ব বর্ধমান- আইসিডিএস (ICDS) এর অফিসে চুরির ঘটনায় দুই ভাইসহ তিনজনকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরা ধরিয়ে দিল অভিযুক্তদের। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সামগ্রী। অফিস খোলার পর আধিকারিকদের নজরে পড়ে অফিসের জানালার কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে। ওজন মাপার চারটি যন্ত্রসহ বস্তা চারেক গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়ে গেছে। এরপর সিসিটিভি ক্যামেরা খুলতেই চক্ষু চড়ক গাছ। দেখা যায়, দুজন জানালা ভেঙ্গে ঢুকছে অফিসে, তারপর লুটপাট। এরপরই থানায় খবর দিলে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করে অভিযুক্তদের।
Location :
First Published :
February 04, 2022 12:14 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- আইসিডিএস-এর অফিসে চুরি, সিসিটিভি ক্যামেরা খুলতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের