হোম /খবর /পূর্ব বর্ধমান /
অবৈধভাবে মজুদ করা প্রায় ৮০টি সিলিন্ডার উদ্বার  মঙ্গলকোটে

East Bardhaman News- অবৈধভাবে মজুদ করা প্রায় ৮০টি সিলিন্ডার উদ্বার  মঙ্গলকোটে

গ্যাস সিলিন্ডার মজুদ রেখে আরও চড়া দামে বিক্রি করার খবর আসে মঙ্গলকোট থানার পুলিশের কাছে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#পূর্ব বর্ধমান- অবৈধ গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে মঙ্গলকোট বটতলা থেকে গ্রেফতার ইউসুফ শেখ নামে এক ব্যক্তি। গ্রেফতার করল মঙ্গলকোট থানার পুলিশ। গ্যাস সিলিন্ডার মজুদ রেখে আরও চড়া দামে বিক্রি করার খবর আসে মঙ্গলকোট থানার পুলিশের কাছে। তারপর মঙ্গলকোট থানার পুলিশ ইউসুফ সেখকে হাতেনাতে ধরে এবং ৮০ টিরও বেশি বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়।

Published by:Samarpita Banerjee
First published:

Tags: East Bardhaman, Gas Cylinder, Mangalkot