East Bardhaman News- মলোকাই চ্যানেল জয়ী বঙ্গকন্যা সায়নীর পাশে থাকবে সরকার, আশ্বাস মন্ত্রী স্বপন দেবনাথের

Last Updated:

হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল জয়ী সাঁতারুকে শুভেচ্ছা জানাতে গেলেন মন্ত্রী স্বপন দেবনাথ। মাদার ডেয়ারি দুধ, মাংস ও চাকরির ব্যবস্থা করা হবে বলে জানালেন তিনি

সায়নীকে সম্বর্ধনা দিচ্ছেন মন্ত্রী স্বপন দেবনাথ
সায়নীকে সম্বর্ধনা দিচ্ছেন মন্ত্রী স্বপন দেবনাথ
#পূর্ব বর্ধমান: হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলার মেয়ে সায়নী দাস। শুধু ভারত নয়, এশিয়া মহাদেশের মধ্যে তিনিই প্রথম মহিলা সাঁতারু যিনি এই নজির সৃষ্টি করতে পেরেছেন (Swimmer)। এবার সেই সায়নীকে দেওয়া হবে মাদার ডেয়ারির দুধ ও মাংস। চাকরির জন্যও মুখ্যমন্ত্রীকে জানাবেন বললেন মন্ত্রী স্বপন দেবনাথ। এদিনই সায়নীর বাবা রাধেশ্যাম দাসের অনুরোধ মেনে তিনি সায়নীর একটা সরকারি চাকরি করে দেওয়ায় ব্যাপারে আশ্বস্ত করেন। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করবেন বলেও সায়নীর পরিবারকে জানান মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রীর কাছ থেকে এই আশ্বাস পেয়ে খুশি সায়নী ও তাঁর পরিবার (East Bardhaman News)।
মন্ত্রী স্বপন দেবনাথ এদিন সায়নীর বাড়ি যান তাকে শুভেচ্ছা জানাতে। তখনই সায়নীকে মাদার ডেয়ারির দুধ ও মাংস ও চাকরি দেওয়ার কথা বলেন। পাশাপাশি সায়নীর মুখ থেকে মলোকাই জয়ের গোটা কাহিনী শোনেন তিনি(East Bardhaman News)। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, আগামী দিনে সায়নী যাতে সাঁতারের লড়াইয়ে শারীরিক সক্ষমতা অক্ষুন্ন রাখতে পারে, তার জন্য মাদার ডেয়ারি সংস্থার তরফে সায়নীকে দুধ ও মাংস দেওয়া হবে। সায়নী মলোকাই চ্যানেল জয়ের ইতিহাস তৈরি করায় তিনি গর্বিত, গর্বিত গোটা বাংলার মানুষ। আর সায়নীর এই কৃতিত্বের জন্য সবথেকে বেশী যাঁদের আবদান তাঁরা হলেন সায়নীর বাবা রাধেশ্যাম বাবু ও মা রূপালিদেবী। সায়নীর বাবা ও মায়ের হাতেও পুষ্পস্তবক তুলে দিয়ে তিনি সম্বর্ধনা জানান। সায়নীর জন্য প্রার্থনাও করেন তিনি।
advertisement
মন্ত্রী স্বপন দেবনাথের পাশাপাশি কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল ও গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সভানেত্রী তথা প্রাক্তন মন্ত্রী অঞ্জু কর সহ অন্য বিশিষ্টজনেরা এদিন তার বাড়িতে গিয়ে সায়নীকে শুভেচ্ছা জানান। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারীও টুইট করে সায়নীকে শুভেচ্ছা জানিয়েছেন। বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সভাপতি ও সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সহ-সভাপতি রামানুজ মুখোপাধ্যায় এদিন বলেন, “সায়নী অদম্য জেদী। এই কারণেই সায়নী মলোকাই জয়ের ইতিহাস সৃষ্টি করতে পেরেছে। এমনকি এই অদম্য জেদ ও মানসিক দৃঢ়তা থাকার জন্যই সায়নী সপ্তসিন্ধুও জয় করতে পারবে।" (East Bardhaman News)
advertisement
advertisement
সায়নীর বাবা রাধেশ্যাম বাবু বলেন, আগামী অক্টোবর মাসেই তিনি চাকরি থেকে অবসর নেবেন। তখন কিভাবে মেয়ে সায়নীর পাশে দাঁড়াবেন, তা নিয়ে তিনি চিন্তায় রয়েছেন। সেই কথা এদিন তিনি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে জানান। রাজ্য সরকার যাতে সায়নীকে একটা সরকারি চাকরি দিয়ে তাঁর পাশে দাঁড়ায় সেই আবেদন তিনি মন্ত্রীর কাছে করেন। মন্ত্রী সেই ব্যাপারে আশ্বস্ত করেছেন। এই কথা শুনে যথেষ্টই খুশি রাধেশ্যাম বাবু।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- মলোকাই চ্যানেল জয়ী বঙ্গকন্যা সায়নীর পাশে থাকবে সরকার, আশ্বাস মন্ত্রী স্বপন দেবনাথের
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement