East Bardhaman News: এই জমিদারবাড়ির সন্তান বাংলার প্রখ্যাত সাহিত্যিক, তিনি না থাকলেও সর্বত্র জড়িয়ে আছে স্মৃতি

Last Updated:

এই জমিদার বাড়ির সন্তান বাংলার প্রখ্যাত রস সাহিত্যিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

+
title=

পূর্ব বর্ধমান: এই জমিদারবাড়ির ইট, কাঠ জুড়ে রয়েছে রস সাহিত্যিক পঞ্চানন্দের স্মৃতি। যাঁর আসল নাম ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি ১৮৪৯ সালে পাণ্ডুগ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। পঞ্চানন্দ বা পাঁচু ঠাকুর ছদ্মনামেই আজীবন লেখালেখি চালিয়ে গেছেন।
ইন্দ্রনাথ ওরফে পাঁচু ঠাকুর ১৮৭৮ সালে কলকাতা থেকে প্রকাশ করেছিলেন 'পঞ্চানন্দ' পত্রিকা। বাংলা রস সাহিত্যের ইতিহাসে তিনি এক পুরোধা ব্যক্তিত্ব। তাঁর সাহিত্যকর্মের কিছু নিদর্শন হল 'কল্পতরু', 'ক্ষুদিরাম', 'ভারত উদ্ধার' ইত্যাদি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি তাঁর রচনার প্রশংসা করেছিলেন। সেই ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কেতুগ্রামের গঙ্গাটিকুরি গ্রামে। স্থানীয়দের কাছে যে বাড়ির আজ‌ও 'বাবুদের বাড়ি' হিসেবে পরিচিত। ১৯১১ সালে ৬২ বছর বয়সে প্রয়াত হন ইন্দ্রনাথ। তাঁর প্রয়াণের পর ১১২ বছর পেরিয়ে গেলেও পৈতৃক বাড়িটি আজও এক‌ইরকম আছে। সে বহন করে আসছে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক ঐতিহ্য ও জমিদারির ইতিকথাকে। এই বাড়ির ঠাকুর দালানজুড়ে বেলজিয়াম কাচের অনন্য কারুকাজ করা, যা গেলেই সকলের চোখে পড়বে।
advertisement
advertisement
রস সাহিত্যিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠাকুর দালানে আজ‌ও ধুমধাম করে পালিত হয় দুর্গাপুজো। সেইসঙ্গে কার্তিক, সরস্বতীর আরাধনাও হয়। মহা ধুমধাম করে দোল পালোন‌ও হয়। দুর্গা পুজোয় এই বাড়িতে আজও কয়েকশো মানুষের পাঁচ পড়ে। শোনা যায় এই জমিদার বাড়ির দুর্গা ও জগদ্ধাত্রী পুজো নাকি কয়েকশো বছরের পুরনো। বর্তমানে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরিরা কর্মসূত্রে বাইরে থাকলেও এই জমিদার বাড়ির রক্ষনাবেক্ষণ ও পুজো পরিচালনার জন্য ট্রাস্ট গঠন করা হয়েছে। তারাই সবকিছু সামলায়।
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: এই জমিদারবাড়ির সন্তান বাংলার প্রখ্যাত সাহিত্যিক, তিনি না থাকলেও সর্বত্র জড়িয়ে আছে স্মৃতি
Next Article
advertisement
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন 
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক

  • আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

  • ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement