Purba Bardhaman News: বর্ধমানে সবলা মেলা, চলবে ৩ জানুয়ারী পর্যন্ত

Last Updated:

শীত মানেই না না দিকে মেলার আয়োজন। বর্ধমান জেলাতেও শীতের মরশুমে নানা জায়গায় হয় মেলা । অন্যান্য মেলার পাশাপাশি এই জেলায় গত বছর থেকে অনুষ্ঠিত হচ্ছে সবলা মেলা। তাই গত বছরের মতএ বছরও অনুষ্ঠিত হচ্ছে সবলা মেলা ।

+
title=

#পূর্ব বর্ধমান : শীত মানেই না না দিকে মেলার আয়োজন। বর্ধমান জেলাতেও শীতের মরশুমে নানা জায়গায় হয় মেলা । অন্যান্য মেলার পাশাপাশি এই জেলায় গত বছর থেকে অনুষ্ঠিত হচ্ছে সবলা মেলা। তাই গত বছরের মতএ বছরও অনুষ্ঠিত হচ্ছে সবলা মেলা । পূর্ব বর্ধমান জেলায় অনুষ্ঠিত হচ্ছে সবলা মেলা। কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তনে চলছে মেলা। সবলা মেলা দ্বিতীয় বছরে পড়ল।
৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মেলা দেখতে ইতিমধ্যেই বহু মানুষের সমাগম হয়েছে। জেলার বিভিন্ন ব্লকের মানুষজন আসছেন মেলায়। জানা গিয়েছে, এবার মেলায় ৭২টি স্টল রয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিস সহ হস্তশিল্পীদের তৈরি জিনিসপত্র মেলায় বিক্রি হচ্ছে দেদার। মেলার উদ্যোক্তারা জানান, গতবছরে সবলা মেলায় জিনিসপত্র ভালই বিক্রি হয়েছিল। এ বছরও আশা করা হচ্ছে বিক্রির পরিমাণ বাড়বে। মেলা চলবে ৩রা জানুয়ারী পর্যন্ত।
advertisement
Malobika Biswas
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: বর্ধমানে সবলা মেলা, চলবে ৩ জানুয়ারী পর্যন্ত
Next Article
advertisement
বিপদের দিনে প্লেনের টিকিটের আগুন দাম কেন? ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর অবস্থানে কেন্দ্র
এখনও প্লেনের টিকিটের আগুন দাম কেন? ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর কেন্দ্র
  • ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে বিভিন্ন রুটে ভাড়া বেড়ে যাওয়ায় কেন্দ্র কঠোর পদক্ষেপ নিয়েছে.

  • যাত্রীস্বার্থ সুরক্ষায় ভাড়া-সীমা কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক.

  • মুম্বইয়ে ১০৯ ও দিল্লিতে ৮৬টি উড়ান বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে.

VIEW MORE
advertisement
advertisement