East Bardhaman News: গ্রামে চলছিল পুজো, তারই মধ্যে বেঘোরে প্রাণ গেল দুই ভাইয়ের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
মনসা পুজোর আনন্দ মেতে উঠেছিল গোটা গ্রাম, তারই মধ্যে মৃত্যু হল দুই ভাইয়ের
পূর্ব বর্ধমান: গ্রামে পুজোর আনন্দের মধ্যেই অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের। মর্মান্তিক ঘটনাটি ভাতারের হারগ্রামের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামজুড়ে।
ভাতারের হারগ্রামে মনসা পুজোর আনন্দে মেতে উঠেছিল সকলে। অনেক আত্মীয় বাইরে থেকে বেড়াতেও এসেছিলেন। কিন্তু তার মধ্যেই পাওয়া গেল এই মর্মান্তিক দুঃখের খবর। দুর্ঘটনার জেরে প্রাণ গেল দুই যুবকের। ভাতারের দেবদূত হাজরার বাড়িতে ঘুরতে এসেছিলেন পিসির ছেলে। মঙ্গলবার রাতে পিসির ছেলেকে তার বাড়ি নাসিগ্রামে পৌঁছে দিতে যান দেবদূত। সঙ্গে ছিল ব্রজকুমার চৌধুরী। পিসির ছেলেকে নাসিগ্রামে নামিয়ে টোটোয় করে দেবদূত ও ব্রজকুমার বাড়ি ফিরছিলেন। সেই সময়ই ঘটে ভয়াবহ দূর্ঘটনা। একটি গাড়ি এসে নাসিগ্রাম মোড়ের কাছে মুড়ি মিলের সামনে টোটোয় সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবদূত ও ব্রজকুমারের, তারা সম্পর্কে দুই ভাই।
advertisement
advertisement
খবর পেয়ে রাত দশটা নাগাদ পুলিশ এসে দেহ উদ্ধার করে। নিয়মমাফিক দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে পুজোর দিনই দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামজুড়ে।
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2023 7:04 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: গ্রামে চলছিল পুজো, তারই মধ্যে বেঘোরে প্রাণ গেল দুই ভাইয়ের