Rathayatra 2023 : বিশেষ তিথিতে নিবেদন ছাপ্পান্ন ভোগ, পুণ্যসঞ্চয়ের জন্য পুরীর পর এই মন্দিরে আসেন ভক্তরা

Last Updated:

Rathayatra 2023 : শতাব্দী প্রাচীন এই মন্দির মহারাজ কীর্তিচাঁদ প্রতিষ্ঠা করে গিয়েছেন। তারপর থেকে নিত্য পুজো হয় এই মন্দিরে। বিশেষ বিশেষ তিথিতে দেওয়া হয় ছাপান্ন ভোগ। 

+
দিগনগরের

দিগনগরের জগন্নাথ দেব।

নয়ন ঘোষ, দিগনগর, বর্ধমান : এই জগন্নাথ মন্দিরে রয়েছে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদের কীর্তি। জেলার মানুষের বিশ্বাস, জগন্নাথধাম পুরী ঘুরে এসে এই মন্দিরে না এলে, পুণ্য অর্জন সম্পূর্ণ হয় না। শতাব্দী প্রাচীন এই জগন্নাথ ধাম। দুই বর্ধমানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত দিগনগর জগন্নাথ ধাম। যেখানে প্রতিদিন নিবেদন করা ভোগ। সদ্য এই জগন্নাথদেবের মন্দিরটি নতুন করে নির্মাণ করা হয়েছে। যদিও অক্ষত অবস্থায় রেখে দেওয়া হয়েছে পুরনো মন্দিরটি। জেলার বহু মানুষ পুরী থেকে ঘুরে এসে এই মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে যান। রথযাত্রা উপলক্ষে সেখানে রয়েছে বিশাল আয়োজন।
মন্দিরের কোষাধ্যক্ষ সমর কুমার সিংহ জানিয়েছেন, শতাব্দী প্রাচীন এই মন্দির মহারাজ কীর্তিচাঁদ প্রতিষ্ঠা করে গিয়েছেন। তারপর থেকে নিত্য পুজো হয় এই মন্দিরে। বিশেষ বিশেষ তিথিতে দেওয়া হয় ছাপ্পান্ন ভোগ। রথযাত্রা উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ পুজো পাঠের। রথযাত্রার দিনেও দেওয়া হয় ছাপ্পান্ন ভোগ। সকাল থেকেই শুরু হয়ে যায় পুজোপাঠ। স্থানীয় বহু মানুষ জগন্নাথ দেবের উদ্দেশে ভোগ নিবেদন করেন। তার পর দুপুরবেলায় নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়। বিকেলে পিতলের তৈরি রথে বসানো হয় জগন্নাথদেবকে। তারপর রথ জগন্নাথদেবকে নিয়ে রওনা দেয় মাসির বাড়ির দিকে।
advertisement
advertisement
দুই বর্ধমানবাসীর মনে অগাধ ভক্তি রয়েছে এই জগন্নাথ ধামের প্রতি। জেলার বেশিরভাগ মানুষই যখন পুরী থেকে ঘুরে আসেন, তখনই এই মন্দিরে আসতে ভুলে যান না। পূুণ্য অর্জনের বৃত্ত সম্পূর্ণ করতে প্রায় দিন এই মন্দিরে পা রাখেন মানুষ। প্রত্যেকদিন এখানে জগন্নাথ দেবের আরাধনা করা হয়। নিম কাঠের তৈরি জগন্নাথ মূর্তিটির স্নানযাত্রার দিনে নতুন করে সাজিয়ে তোলা হয়। তারপর নিয়ম অনুযায়ী কয়েকটা দিন বন্ধ থাকে মন্দির। ফের রথযাত্রার দিন মন্দির খুলে দেওয়া হয় ভক্তদের জন্য।
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Rathayatra 2023 : বিশেষ তিথিতে নিবেদন ছাপ্পান্ন ভোগ, পুণ্যসঞ্চয়ের জন্য পুরীর পর এই মন্দিরে আসেন ভক্তরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement