Purba Bardhaman News: ভেঙে পড়েছিল বিশাল জলের ট্যাঙ্ক, বর্ধমান স্টেশন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪

Last Updated:

দুর্ঘটনায় আহত প্রায় ২৮ জন এখনও বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ২-৩ জনের অবস্থা  আশঙ্কাজনক।

বর্ধমান স্টেশন 
বর্ধমান স্টেশন 
পূর্ব বর্ধমান: গত বুধবার বর্ধমান রেলওয়ে স্টেশনের ২ -৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ৫৩ হাজার ৮০০ গ্যালন জলধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে । এই ঘটনায় প্লাটফর্মে থাকা বহু সাধারণ যাত্রী, ব্যবসায়ী গুরুতর জখম হন। তাঁদের মধ্যে থেকে এখনও অনেকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায়  আগেই মৃত্যু হয়েছিল ৩ জনের । মৃতরা কান্তি বাহাদুর, মফিজা খাতুন, সোনারাম টুডু।
বর্ধমান স্টেশন দুর্ঘটনার জেরে রবিবার ফের মৃত্যু হল একজনের । সূত্রের খবর, আহতদের মধ্যে ছিলেন মেমারির বাসিন্দা সুধীর সূত্রধর। রবিবার তাঁরই মৃত্যু হয় ।  সুধীর সূত্রধরের বাড়ি মেমারির কলেজ পাড়া এলাকায়। দুর্ঘটনার সময় একদম জল ট্যাঙ্কের নীচেই ছিলেন সুধীর। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। রবিবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। সুধীর সূত্রধরের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর ।
advertisement
দুর্ঘটনায় আহত প্রায় ২৮ জন এখনও বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ২-৩ জনের অবস্থা  আশঙ্কাজনক।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ভেঙে পড়েছিল বিশাল জলের ট্যাঙ্ক, বর্ধমান স্টেশন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement