Purba Bardhaman News: ভেঙে পড়েছিল বিশাল জলের ট্যাঙ্ক, বর্ধমান স্টেশন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪

Last Updated:

দুর্ঘটনায় আহত প্রায় ২৮ জন এখনও বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ২-৩ জনের অবস্থা  আশঙ্কাজনক।

বর্ধমান স্টেশন 
বর্ধমান স্টেশন 
পূর্ব বর্ধমান: গত বুধবার বর্ধমান রেলওয়ে স্টেশনের ২ -৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ৫৩ হাজার ৮০০ গ্যালন জলধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে । এই ঘটনায় প্লাটফর্মে থাকা বহু সাধারণ যাত্রী, ব্যবসায়ী গুরুতর জখম হন। তাঁদের মধ্যে থেকে এখনও অনেকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায়  আগেই মৃত্যু হয়েছিল ৩ জনের । মৃতরা কান্তি বাহাদুর, মফিজা খাতুন, সোনারাম টুডু।
বর্ধমান স্টেশন দুর্ঘটনার জেরে রবিবার ফের মৃত্যু হল একজনের । সূত্রের খবর, আহতদের মধ্যে ছিলেন মেমারির বাসিন্দা সুধীর সূত্রধর। রবিবার তাঁরই মৃত্যু হয় ।  সুধীর সূত্রধরের বাড়ি মেমারির কলেজ পাড়া এলাকায়। দুর্ঘটনার সময় একদম জল ট্যাঙ্কের নীচেই ছিলেন সুধীর। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। রবিবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। সুধীর সূত্রধরের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর ।
advertisement
দুর্ঘটনায় আহত প্রায় ২৮ জন এখনও বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ২-৩ জনের অবস্থা  আশঙ্কাজনক।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ভেঙে পড়েছিল বিশাল জলের ট্যাঙ্ক, বর্ধমান স্টেশন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement