Purba Bardhaman Election 2022: ২৪ নম্বর ওয়ার্ডে সুস্থ এবং শান্তিপূর্ণ ভোট

Last Updated:

কেউ বাচ্চা কোলে নিয়ে তো কেউ লাঠি হাতে ভোট দিতে এসেছেন ২৪  নম্বর ওয়ার্ডে। 

+
title=

পূর্ব বর্ধমান: পুর নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে পূর্ব বর্ধমান জুড়ে। গুসকরা, কালনা, বর্ধমান পুরসভার দু একটি জায়গা ছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে খবর। বর্ধমান পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে বাবুরবাগ সি এম এস হাইস্কুলের বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আসলেও পরিস্থিতি স্বাভাবিক। বাবুরবাগ সি এম এস হাইস্কুলের বুথে লক্ষ্য করা গেল বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের ভোট দিতে আসার ছবি । এছাড়াও বাচ্চা কোলে নিয়েও অনেকে এসেছেন ভোট দিতে। এদিকে শান্তিপূর্ণভাবেই যাতে ভোট হয় তা দেখতে বুথের বাইরে রয়েছেন পুলিশ বাহিনী ।
ভোট প্রদান হল গণতান্ত্রিক অধিকার । তাই সেই অধিকার প্রয়োগ করতে সব রকম বাধাকে উপেক্ষা করে ভোট দিতে এসেছেন সাধারণ মানুষ।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্ধমান পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের এদিন ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে দেখা যায় , অকারণে ভিড় করে আছেন কিছু মানুষ। ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী রামকৃষ্ণ পালের অভিযোগ, এই এলাকায় তারা এজেন্ট দিতে পারেননি। তার পরিবারের সদস্যও ভোট দিতে পারেননি। বুথের এজেন্ট নিজেরাই ভোটারদের নিয়ে গিয়ে ভোট দেওয়াচ্ছেন । এই নিয়ে তারা প্রশাসনকে অভিযোগ জানাবেন । অন্যদিকে, শাসকদলের প্রার্থী বসির আহমেদ এই অভিযোগ অস্বীকার করেছেন । তাঁর দাবি, বিজেপির এখানে কোনও জনসমর্থন নেই। এলাকায় প্রার্থীর কোনও ভিত্তি নেই। তাই এসব অবান্তর অভিযোগ করা হচ্ছে। তবে সব মিলিয়ে মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে পূর্ব বর্ধমান জেলায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman Election 2022: ২৪ নম্বর ওয়ার্ডে সুস্থ এবং শান্তিপূর্ণ ভোট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement