Purba Bardhaman: উঠোনেই তরতর করে বাড়ছিল এ কোন গাছ? বর্ধমানে বাড়ি বাড়ি হানা দিল পুলিশ
- Reported by:Saradindu Ghosh
- local18
- Published by:Debamoy Ghosh
Last Updated:
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বর্ধমানের দাসপুর ও বড়বাগান গ্রামে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালায়৷
বর্ধমান: বাড়ির বাগানে সযত্নে চাষ হচ্ছিল গাঁজা গাছের! বেশ কয়েকটি বাড়ির বাগানে তরতর করে বেড়ে উঠছিল গাঁজা গাছ। সেই সব গাছ শুকিয়ে গোপনে গাঁজা বিক্রি করাও হচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সেসব গাছ নষ্ট করল পুলিশ।
advertisement
advertisement
advertisement
জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠকে এসে বিভিন্ন থানার পুলিশদের নিজের এলাকার খুঁটিনাটি জানার নির্দেশ দিয়েছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। তার পর থেকেই এলাকায় বাড়তি সতর্কতা নিয়েছে থানাগুলি। এলাকা থেকে কোনও খবর এলেই দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। ভিলেজ পুলিশ ও গোপন সূত্র মারফত খবর পেয়ে এদিন পুলিশ বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা গাছ কেটে দেয়।
advertisement
দীর্ঘদিন ধরেই এই এলাকার অনেকেই গাছ লাগিয়ে গাঁজা বিক্রি করছিলেন বলে অভিযোগ। গ্রামের ভিতরের দিকে বাড়ি হওয়ায় অনেকেরই নজর এড়িয়ে যেত। ফলে নিরাপদে চলত গাঁজার ব্যবসা। বুধবার গাঁজা চাষের খবর পায় দেওয়ানদিঘি থানার পুলিশ। এরপর পুলিশের একটি বিশেষ দল এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় থাকা গাঁজা গাছগুলি কাটতে থাকেন। যদিও পুলিশ দেখে ততক্ষণ গাঁজার চাষে যুক্ত থাকা সকলেই বাড়ি ছেড়ে গা-ঢাকা দেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 9:38 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: উঠোনেই তরতর করে বাড়ছিল এ কোন গাছ? বর্ধমানে বাড়ি বাড়ি হানা দিল পুলিশ










