East Bardhaman News: বর্ধমানে শুরু হয়েছে নীলপুর যুব উৎসব
Last Updated:
নীলপুর যুব উৎসব ঘিরে বর্ধমানে সাজো সাজো রব। প্রথমবারের উৎসবে অংশ নিতে হাজির বহু মানুষ
#পূর্ব বর্ধমান: এই প্রথমবার নীলপুর যুব উৎসব উৎসব শুরু হল বর্ধমানে। ৮ জানুয়ারি থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। জেলা তৃণমূলের যুব সভাপতি রাসবিহারী হালদারের উদ্যোগে শুরু হয়েছে এই উৎসব। রবিবার বর্ধমান টাউনহল থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। নীলুর যুব উৎসবের দিনগুলোয় বাংলার চলচ্চিত্র জগতের বিভিন্ন নামী দামি অভিনেতা-অভিনেত্রীরা মঞ্চ মাতাবেন। বর্ধমান শহরের জাগরণী মাঠে এই উৎসব চলছে।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস, উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডু, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, যোগেশ্বর দাস বৈরাগ্য সহ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সহ অনান্য নেতারা।
আরও পড়ুন: নিউ ইয়ার রেজুলেশন 'পরিবেশ বাঁচানো'!
advertisement
advertisement
আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, নীলপুর যুব উৎসবে শুধুই যে নাচ-গানের অনুষ্ঠান হবে তা নয়, নানা ধরনের প্রতিযোগিতাও আয়োজিত হবে। এই উৎসব ময়দানে রয়েছে খাবারের স্টলের সমহার। বাহারে আহারে খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে।
এই যুব উৎসবের মূল উদ্যোক্তা রাসবিহারী হালদার জানান, নীলপুরের মানুষদের অনেকদিনের ইচ্ছে ছিল এখানে একটা উৎসব অনুষ্ঠিত হোক। তাই এই উৎসবের আয়োজন করা হয়েছে। তার সঙ্গে আমরা যুবকদের কথা ভেবে এই উৎসবের নাম দেওয়া হয়েছে নীলপুর যুব উৎসব। রাজনৈতিক ব্যক্তি এই উৎসবের মূল সংগঠক হলেও সব দলের মানুষই এখানে অংশ নিচ্ছেন।
advertisement
মালবিকা বিশ্বাস
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2023 9:34 PM IST