Purba Bardhaman: গুণেন্দ্রনাথের এই বাড়িতেই দলীয় কাজ করতে আসতেন নেতাজি!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বিপ্লবীদের উদ্বুদ্ধ করতে নেতাজি এসেছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায়। এখানে তিন দিন কাটিয়েও গিয়েছিলেন তিনি। কাটোয়ার শ্যামরঞ্জন চট্টোপাধ্যায়ের বাড়িতেই শুধু নয়।
#পূর্ব বর্ধমান : বিপ্লবীদের উদ্বুদ্ধ করতে নেতাজি এসেছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায়। এখানে তিন দিন কাটিয়েও গিয়েছিলেন তিনি। কাটোয়ার শ্যামরঞ্জন চট্টোপাধ্যায়ের বাড়িতেই শুধু নয়। বেশ কয়েকজনের বাড়িতেই নেতাজি গিয়েছিলেন বলে জানা গিয়েছে। স্বাধীনতা সংগ্রামী ও ফরওয়ার্ড ব্লকের সদস্যদের মধ্যে অনেকের বাড়িতেই নেতাজির যাতায়াত ছিল। এরমধ্যে অন্যতম বাড়ি হল ডাক্তার গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর বাড়ি। ডাক্তার গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন। তাঁর বাড়িতে পদধূলি পড়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। ফরওয়ার্ড ব্লকের অর্থাৎ দলীয় কাজ করছে দলের কর্মীদের বাড়িতে সেই সময় আসতেন নেতাজি সুভাষচন্দ্র বসু । এসে দলীয় বৈঠক করতেন কাটোয়ার বিভিন্ন জায়গায়।
১৩২৮ সালে তৈরি হয়েছিল ডাক্তার গুনেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়িটি । আজও রয়েছে সেই বাড়ি। সেখানে এখন বসবাস করেন গুনেন্দ্রনাথের উত্তরসূরিরা। বাড়ি মেরামত করা হলেও বাড়ির আদল, বাড়ির নকশা বদল করা হয়নি আজও। বাড়ির সদস্যদের কাছে কাছে রয়েছে নেতাজির হাতে লেখা চিঠি। একটি নয় তিন তিনটি চিঠি আজও যত্ন করে রেখে দিয়েছেন গুনেন্দ্রনাথের বাড়ির সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ জানেন কি! বর্ধমানের এই জায়গাটি খুব পছন্দের ছিল নেতাজির!
গুনেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির প্রবীণ সদস্যা লক্ষ্মী ব্যানার্জী বলেন, \" গুনেন্দ্রনাথ তাঁর পিসেমশাই ছিলেন। তখন আমি অনেক ছোট গল্প শুনেছি মা, পিসির কাছে নেতাজি এসেছিলেন নাকি পিসেমশাই এর বাড়িতে। দলীয় কাজকর্ম করতেন এসে। এসব গল্প শুনেই বড়ো হয়ে ওঠা। এখন সেসব অমূল্য গল্প আমি নাতি নাতনীদের শোনাই। গর্ববোধ করি যে নেতাজি আমাদের আমাদের বাড়িতে এসেছিলেন।\"
advertisement
advertisement
Malobika Biswas
view commentsLocation :
First Published :
August 11, 2022 8:45 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: গুণেন্দ্রনাথের এই বাড়িতেই দলীয় কাজ করতে আসতেন নেতাজি!