Purba Bardhaman News: গাড়ির ওভারলোড রুখতে নাকা চেকিং মঙ্গলকোটে
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
মঙ্গলকোটের লোচন দাস সেতুতে নাকা চেকিং। এম.ভি.আই এর আধিকারিকরা চালাল নাকা চেকিং। বিভিন্ন রাস্তায় ওভারলোড গাড়ি যাচ্ছে। সেই খবর করে যদি শুরু হল নাকা চেকিং।
#পূর্ব বর্ধমান : মঙ্গলকোটের লোচন দাস সেতুতে নাকা চেকিং। এম.ভি.আই এর আধিকারিকরা চালাল নাকা চেকিং। বিভিন্ন রাস্তায় ওভারলোড গাড়ি যাচ্ছে। সেই খবর করে যদি শুরু হল নাকা চেকিং। ওভারলোড গাড়ি যাওয়ার ফলে রাস্তার হাল হচ্ছে বিহাল, যার ফলে ক্রমেই চিনতে পারছিল প্রশাসনিক আধিকারিকদের। তাই শুরু হল এই নাকা চেকিং।
আরও পড়ুনঃ ৪৭ হাজার ৫৫০ একর জায়গায় সেচের জল পাবে শস্যগোলা
শুধু ওভারলোড গাড়িই নয়, অনেক গাড়িরই বৈধ কাগপত্র থাকে না, অবৈধভাবে গাড়ি নিয়ে যেতে দেখা যায় অনেককেই সেই সব কথাকে মাথায় রেখেই মঙ্গলকোটের লোজনদা সেতুতে নাকা চেকিং চালালো এম.ভি.আই এর আধিকারিকরা। জানা গিয়েছে এদিন প্রায় ১০ থেকে ১৫ টি গাড়ির উপর এই নাকা চেকিং চলে। একটি গাড়িকে আর্থিক জরিমানা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আধিকারিকরা জানিয়েছে এই অভিযান আগামী দিনেও চলবে মঙ্গলকোটের বিভিন্ন রাস্তায়।
advertisement
Malobika Biswas
advertisement
Location :
First Published :
November 30, 2022 2:23 PM IST