East Bardhaman News: পাকা রাস্তা উদ্বোধন মঙ্গলকোটে, খুশি স্থানীয়রা

Last Updated:

সাংসদ তহবিলের প্রায় ৪১ লক্ষ টাকা ব্যয় তৈরি হল এই রাস্তা। দুই কিলোমিটার রাস্তা তৈরি হল মঙ্গলকোটে

+
null

null

#পূর্ব বর্ধমান:পূর্ব বর্ধমানের মঙ্গলকোট কৈচর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্ধমান কাটোয়া থেকে শীতল গ্রাম পর্যন্ত নবনির্মিত রাস্তা উদ্বোধন করলেন সাংসদ অসিত মাল। সাংসদ তহবিল থেকে প্রায় ৪১ লক্ষ টাকা ব্যয় করে দুই কিলোমিটারের এই রাস্তা তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল, বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক আধিকারিক, মঙ্গলকোট থানার আইসি, কৈচর ফাঁড়ির আইসি, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির দুই কর্মাধক্ষ। এই রাস্তার শুভ উদ্বোধন করেন এমপি অসিত মাল। রাস্তাটি তৈরি হওয়ায় খুশি এলাকার মানুষজন।
এমপি অসিত মাল বলেন, করোনার জেরে দু বছর কোনও কাজ করা যায় নি। তবে দু বছর পর ফের কাজ শুরু হয়েছে। উন্নয়নের কাজ চলছে, আর চলবেও। বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, "রাস্তা তৈরি হল, এতে মানুষের অনেক সাহায্য হবে। আমি নিজে কিছু করতে পারছিলাম না তেমন। তবে সাংসদ পাশে থেকে নিজে উদ্যোগ নিয়ে রাস্তা তৈরির কাজ শুরু করেন।" তিনি আরও বলেন, অসিত বাবু সব সময় তাঁদের পাশে থাকেন, সমস্ত অসুবিধায় সাহায্য করেন। তিনি ধন্যবাদ জানান অসিত বাবুকে।
advertisement
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি ছিলেন স্থানীয়রাও।স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা নির্মাণের জন্য। মূলত বর্ষার সময় এই রাস্তায় যাতায়াতে অনেক সমস্যায় পড়তে হত তাদের বলে জানান তারা। এই রাস্তা তৈরি হওয়ায় খুব সুবিধে হয়েছে বলে খুশি প্রকাশ করেন স্থানীয়রা।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: পাকা রাস্তা উদ্বোধন মঙ্গলকোটে, খুশি স্থানীয়রা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement