East Bardhaman News: দুর্গাপুজোর আগেই বাজারে আসবে 'ভাইরাল' মিলন কুমারের ২টি গান, কলকাতার স্টুডিওতে রেকর্ডিং
Last Updated:
দুটি আধুনিক গানের রেকর্ডিং করছেন মিলন কুমার। একটি গান ' ফেলে আসা দিন' 'অন্যটি শ্রাবণেরও ঝড়ো ঝড়ো ঝর্ণা'। কলকাতার স্টুডিওতে হচ্ছে রেকর্ডিং। এই গান দুটির সুর ও কথা শেখর নস্করের।
#পূর্ব বর্ধমান: একের পর এক গান নিয়ে হাজির হচ্ছেন বর্ধমানের মিলন কুমার। নানান জায়গা থেকে ডাক আসছে মিলন কুমারের। ইতিমধ্যেই একাধিক স্টুডিওতে গান গেয়েছেন তিনি। এবার পা রাখলেন ডিজি ভয়েস স্টুডিওতে (Digi voice studio)। কলকাতার এই স্টুডিওতে গান গাওয়ার সুযোগ পেলেন তিনি। দুটি আধুনিক গানের রেকর্ডিং করছেন তিনি। একটি গান ' ফেলে আসা দিন' 'অন্যটি শ্রাবণেরও ঝড়ো ঝড়ো ঝর্ণা'।এই গান দুটির সুর ও কথা শেখর নস্করের। তিনি আমেরিকাতে বসেই শুনেছিলেন বর্ধমানের মিলন কুমারের গান। এরপরই তিনি যোগাযোগ করেন মিলনের সঙ্গে । তাঁকে গান গাওয়ার কথা বলেন।
advertisement
স্বাভাবিক ভবেই গান গাইতে রাজি হন সম্প্রতি ভাইরাল মিলন। এরপরই শুরু হল রেকর্ডিং এর কাজ। তবে এই দুটো গানই নয়। এই স্টুডিওতে একাধিক গান রেকর্ডিং করবে মিলন কুমার বলেই জানা গিয়েছে । দীর্ঘদিন ট্রেনে গান গাওয়ার পর হঠাৎ ভাইরাল মিলন কুমার আজ জনপ্রিয় । গান দিয়ে জয় করছেন সকলের মন। ফলে ডাক পাচ্ছেন বিভিন্ন স্টুডিও থেকে ।এদিন স্টুডিওতে বসে মিলন কুমার লোকাল এইট্টিন বাংলায় এক সাক্ষাৎকারে বলেন, 'খুব ভালো লাগছে এই স্টুডিওতে গান গাইতে পেরে। এভাবে যে সকলে আমায় সুযোগ দেবেন স্বপ্নেও ভাবিনি কখনও।
advertisement
এই প্রথম বার এই ধরনের গান গাইছি, একটু ভয় করছে । তবে দাদারা খুব ভালো মানুষ । খুব তাড়াতাড়ি দুটি গান রিলিজ হবে। আসা করছি সকলের ভালো লাগবে । 'অন্যদিকে মিউজিক কম্পোসার ও ডিরেক্টর রানা বোস বলেন, মিলনের গলায় বাংলা গান খুব ভালো লাগে। তাই আমরা দুটি বাংলা গান মিলনের গলায় রেকর্ডিং করছি। দুটি আধুনিক গান। আসা করছি দুর্গাপুজোর আগেই এই দুটি গান সকলেই শুনতে পাবেন।আর তিনি আশাবাদী সকলের এই গান খুব ভালো লাগবে।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
July 26, 2022 5:29 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: দুর্গাপুজোর আগেই বাজারে আসবে 'ভাইরাল' মিলন কুমারের ২টি গান, কলকাতার স্টুডিওতে রেকর্ডিং