Rath Yatra 2022: রথে জগন্নাথদেব নেই, আছেন গোপাল, কোন রাজবাড়ি থেকে বার হয় এমন রথ?

Last Updated:

East Bardhaman News: রথ টানা হয় কিন্তু রথে থাকেন না জগ্ননাথ দেব। এটাই বিশেষত্ব বর্ধমান রাজবাড়ির। 

বর্ধমান রাজবাড়ির রথ 
বর্ধমান রাজবাড়ির রথ 
#পূর্ব বর্ধমান: রথ টানা হয় কিন্তু রথে থাকেন না জগ্ননাথ দেব। এটাই বিশেষত্ব বর্ধমান রাজবাড়ির। দীর্ঘ ৩৫০ বছর ধরে চলে আসছে এই রীতি। বর্ধমানের রাজা তেজচাঁদের রাজত্বকাল থেকে শুরু করে আজ অবধি এভাবেই হয়ে আসছে বর্ধমান রাজবাড়ির রথযাত্রা। একটি নয় দু-দুটি রথ টানা হয় এখানে। কোনও রথেই দেখা মেলে না জগ্ননাথ দেবের। একটি কাঠের ও অন্যটি পিতলের। কাঠের রথটি আগে ছিল রূপোর। পিতলের রথে জগ্ননাথের বদলে বিরাজ করেন গোপাল। কাঠের রথে রাখা হয় রাজ বাড়ির মন্দিরের লক্ষ্মী-নারায়ণ শিলা।
advertisement
এই দুটি রথ মূলত রাজা ও রানীর রথ। রাজার রথ অর্থাৎ পিতলের রথ বের করা হয় মন্দিরের বাইরে। আর রানীর রথ বা কাঠের রথটি বের করা হয় না মন্দির থেকে। রথের দিন সকাল সাত টায় এই রথ টানা হয়। সময়ের হেরফের হয় না কখনওই। বাইরে বের করা না হলেও রাজবাড়ির প্রাঙ্গণের মধ্যেই রথ টানতে ভিড় জমান বর্ধমানবাসী। সব নিয়মই রাজবাড়ির ঐতিহাসিক রীতিনীতি মেনেই হয় এখনও। তবে রাজার রাজত্ব চলে গেলেও ৩৫০ বছরের রাজবংশের রথকে এখনও সচল রেখেছেন রাজবাড়ির কনিষ্ঠ পুত্র ডাঃ প্রণয়চাঁদ মহতাব। বর্তমানে রাজবাড়ির পুজোর সমস্ত খরচ ও দায়িত্ব তিনিই বহন করেন। তবে রাজা তেজচাঁদের রাজত্বকালের জাঁকজমক আজ আর নেই। প্রতিবছরের মতো এবছরও বর্ধমানের সোনাপট্টিতে বর্ধমান রাজাদের তৈরি লক্ষ্মী নারায়ণ জিউ মন্দির হবে রথ যাত্রার উৎসব।
advertisement
করোনা অবহের জেরে গত দু বছর জাকজমোক করে রথ যাত্রা না হলেও প্রথা মেনে হয়েছে রথ যাত্রার উৎসব। তবে এবছর ফের রথ যাত্রার উৎসব হবে আগের মতোই। লোক সমাগমও। রথ যাত্রার দিন বসবে মেলাও। তবে প্রথা মেনে রাজবাড়ির অন্দরেই থাকবে দুটি রথ। রথ যাত্রার দিন বের করা হবে দুটি রথ। এরপর ফের উল্টো রথের দিন আবারও বের করা হবে রথ দুটিকে।
advertisement
রাজবাড়ির প্রধান পুরোহিত উত্তম মিশ্র বলেন, " রথের দিন সকালে রথ বের করা হয়। সন্ধ্যে বেলা হয় আরতি। এরপর গোপাল ও লক্ষ্মী-নারায়ণকে রাতে রথ থেকে নামিয়ে শোয়ানো হয়। এরপর ফের উল্টো রথের দিন রথে তোলা হয় গোপাল ও লক্ষ্মী-নারায়ণকে। ইতিমধ্যেই রথ পরিষ্কার করার কাজ শুরু হয়ে গিয়েছে। জোরকদমে চলছে রাজবাড়ির মন্দির চত্বর পরিষ্কারের কাজ।"
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Rath Yatra 2022: রথে জগন্নাথদেব নেই, আছেন গোপাল, কোন রাজবাড়ি থেকে বার হয় এমন রথ?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement