#পূর্ব বর্ধমান :দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছিল ছেলের। তাই, দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন করতে এগিয়ে এলেন বাবা। ছেলের দুর্ঘটনাস্থলে নিজের মৃত ছেলের ছবি দিয়ে সচেতনতার পোস্টার দিলেন শোকাহত বাবা। পূর্ব বর্ধমানের মেমারির বিনয়পল্লী এলাকায় জি.টি রোডের ধারে, এক তরুনের ছবি সহ বিশাল পোস্টার। পুলিশ প্রশাসনের সহযোগিতায় সচেতনতার পোস্টার লাগানো হল এদিন।উপস্থিত ছিলেন, মেমারী থানার অফিসার ইন চার্জ সুদীপ্ত মুখোপাধ্যায়। পোস্টারে লেখা "দয়া করে আস্তে গাড়ি চালান। এই জায়গাতে এ্যাক্সিডেন্টে আমি আমার ছেলেকে হারিয়েছি।" দুর্ঘটনায় আর কোনও বাবা মা সন্তান হারান, চান না মেমারির তাতারপুরের বাসিন্দা আবুল সালাম মন্ডল।২০১৮ সালে ৬ই অক্টোবর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ছেলে আমির সোহেল মন্ডলের। সেই দুর্ঘটনাস্থলেই, মেমারী পুলিশের সহযোগিতায় ছেলের ছবি দিয়ে পোস্টার লাগালেন আবুল বাবু। ছেলের সেই মৃত্যুর পরও মোটর বাইক নিয়ে ছেলে মেয়েদের বেপরোয়া দাপাদাপি, প্রতিনিয়ত দুর্ঘটনায় মৃত্যুর খবর খবরের কাগজে দেখে, বারে বারে আঁতকে ওঠেন তিনি। আবার হয়তো তাঁর মতো কারোকে পুত্রশোক বুকে নিয়ে কাটাতে হবে সারাটা জীবন- এই আশঙ্কা তাড়িয়ে বেড়ায় মেমারীর তাতারপুরের বাসিন্দা পেশায় ব্যবসায়ী আবুল সালাম মন্ডলকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Bardhaman news, East Bardhaman, Father, Poster