Durga Puja Carnival 2022|| জেলায় জেলায় কার্নিভাল, ঐতিহ্যের স্বীকৃতি দিতে জমজমাট বর্ধমান

Last Updated:

East Bardhaman colorful carnival processions : জেলার ৩১ টি পূজো কমিটি অংশগ্রহণ করল পুজো কার্নিভালে। পুলিশ লাইন থেকে পুজো কমিটির গুলির ট্যাবলো আসে কার্জন গেটে। কার্নিভাল শেষ হয় পাঞ্জাবি পাড়া এলাকায়। 

+
title=

#বর্ধমান: কলকাতার ধাঁচে এ বার জেলায় জেলায় কার্নিভাল। পুজো কার্নিভাল হল পূর্ব বর্ধমানেও। বাংলার দুর্গাপুজোকে আবহমান ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সেই স্বীকৃতিকে মান্যতা দিয়ে এ বছর জেলায় জেলায় পুজো কার্নিভাল আয়োজনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মত রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি শুক্রবার বিকালে শহর বর্ধমানেও সাড়ম্বরে অনুষ্ঠিত হল দুর্গা কার্নিভাল। যে কার্নিভাল দেখতে সুদূর মুম্বই থেকে বর্ধমান হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডে।
কার্জনগেট এলাকায় থাকা কার্নিভালের মূল মঞ্চে চাঙ্কি পাণ্ডেকে পাশে বসিয়ে বাংলার দুর্গাপুজোর জৌলুশ ও মাহাত্ম্য ব্যাখ্যা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। দুর্গাপুজো কার্নিভাল দেখে উচ্ছ্বসিত অভিনেতা চাঙ্কি পাণ্ডে এ দিন মঞ্চে বসেই কার্নিভালে অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা জানান তিনি। এমনকি তিনি মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, “জয় দুর্গা মাইকী। এমন সুন্দর কার্নিভাল দেখে আমি অভিভূত। আই লাভ বর্ধমান”।
advertisement
আরও পড়ুনঃ ত্রয়োদশীতে বড় খবর! বিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, অবশেষে বিয়ের তারিখ ফাঁস
মোট ৩১ টি পুজো কমিটি এদিন বর্ধমানে অনুষ্ঠিত কার্নিভালে অংশ নেয়। কার্নিভাল দেখতে এ দিন শহরের উপর দিয়ে যাওয়া জিটি রোডের প্রায় ৪ কিমি রাস্তার দুই ধারে অগুনিত মানুষ ভিড় জমান। বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডে ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়াও জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীস সেন-সহ জেলার অন্যান্য বিধায়ক ও প্রশাসনিক কর্তারা কার্নিভালে অংশ নেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রেড রোডের মতো পুজোর কার্নিভালে জমজমাট হুগলি
বর্ধমানের পুলিশ লাইন থেকে কার্নিভাল শুরু হয়। কার্নিভালের জন্য শহর বর্ধমানের বিস্তীর্ণ রাস্তা নানা রঙের আলোয় সাজিয়ে তোলা হয়। কার্নিভালে অংশ নেওয়া প্রতিটি পুজো কমিটির কলাকুশলীরা কার্জন গেটের মূল মঞ্চের সামনে তিন মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। কার্নিভাল শেষ হয় পাঞ্জাবি পাড়া মোড় এলাকা। কার্নিভাল সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে এ দিন দুপুর থেকে জিটি রোডে যানবাহন চলাচল নিয়ন্ত্রন করা হয়। শহর জুড়ে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশ। অ্যাম্বুলেন্স সহ পানীয় জলেরও ব্যবস্থা রাখা হয়।
advertisement
কার্নিভালে ছিল ছৌ নাচ, মহিলা ঢাকি, রণ-পা ও আদিবাসী নাচ। নানারকম থিমে শোভাযাত্রাকে সাজিয়ে তুলেছিলেন কার্নিভালে অংশ নেওয়া পুজো উদ্যোক্তারা।
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Durga Puja Carnival 2022|| জেলায় জেলায় কার্নিভাল, ঐতিহ্যের স্বীকৃতি দিতে জমজমাট বর্ধমান
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement