Picnic Spot|| শীতের সময় পিকনিক করবেন না? ডেস্টিনেশন হোক দামোদর পাড়ের এই জায়গা

Last Updated:

Famous Picnic Spot: শীতের দুপুরে চড়ুইভাতি সারতে আসতে পারেন আপনি। দামোদরের ধারে বালি নিয়ে খেলতে খেলতে নৌকা বিহার সেরে কখন সময় কেটে যাবে বুঝতেই পারবেন না।

+
title=

#পূর্ব বর্ধমান: আপনি কি ঘুরতে ভালোবাসেন? এমন পরিবেশ চান যেখানকার পরিবেশ হবে মনোরম, শান্ত, নিরিবিলি। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। ব্যস্ততম জীবনে যানজট মুক্ত পরিবেশ যেতে হলে আপনাকে আসতেই হবে এই ঠিকানায়। বর্ধমান শহর থেকে মাত্র কিছুটা দূরে হাতের নাগালে চড়ুইভাতি বা ভ্রমণের জন্য এই জায়গার জুড়ি মেলা ভার।
বর্ধমান স্টেশন থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে গোবিন্দপুর। এখানেই গড়ে উঠেছে একটি পিকনিক স্পট বা ভ্রমণ কেন্দ্র। কোনও রকম খরচ ছাড়াই এখানে পিকনিকের মজা নিতে পারবেন আপনি বা কিছুটা সময় কাটিয়ে যেতে পারবেন একান্তে হোক কিংবা কারও সঙ্গে।
আরও পড়ুনঃ আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতা-সহ রাজ্যের আবহাওয়া? বড় খবর দিল হাওয়া অফিস
শুধুমাত্র গাড়ি ভাড়া খরচ করেই চলে আসুন এখানে, এরপর আর আপনার তেমন কোনও খরচ হবে না সারাদিন দামোদরের এই পাড়ে বসে অনায়াসে পিকনিক করতে পারেন আপনি। কিংবা ঘুরতে আসতে পারেন আপনি।
advertisement
advertisement
এখানকার পরিবেশ কেমন?
মানা গ্রাম থেকে যখন আপনি ভ্রমণ স্থানে আসবেন দেখতে পাবেন রাস্তার দুধারে মাটির বাড়ি। চাষের জমি। উঁচু-নীচু রাস্তা। গাড়িতে আসলে আপনি সারা রাস্তা কর্যত দুলতে দুলতে আসবেন। রাস্তায় চপ মুড়ি, তেলেভাজা, চা খেতে খেতে আসতেই পারেন। এরপর যখন গন্তব্যে আসবেন আপনার দেখে মনে হবে এ যেন কোনও মরুভূমি। সোজা যতদূর আপনার চোখ যাবে দেখবেন বালি আর বালি। যদিও এটা মরুভূমি নয়,এটা দামোদর। দামোদরের চরে বিস্তীর্ণ জায়গা জুড়ে জমেছে বালি। আর ঠিক এই দামোদরের পাড়েই গড়ে উঠেছে এই ভ্রমণ স্থানটি। নানা জাতের গাছের দেখা মিলবে এখানে। ঘন জঙ্গলের আকারে এক ধারে গাছের সারি অন্যদিকে নদ আর ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে পরিযায়ী পাখিদের।
advertisement
কী ভাবে আসবেন:
বর্ধমান স্টেশন থেকে রথতলা হয়ে মানা এলাকা হয়ে আসতে হবে মানা দামোদরের পাড়ে।
খরচ:
আপনার এই ভ্রমস্থান পর্যন্ত আসতে যেটুকু খরচ হবে সেটাই। এখানে এসে গেলে তেমন কোনও খরচ নেই, কারণ এখানে পিকনিক করার জন্য কোনও টাকা দিতে হয় না।
মালবিকা বিশ্বাস
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Picnic Spot|| শীতের সময় পিকনিক করবেন না? ডেস্টিনেশন হোক দামোদর পাড়ের এই জায়গা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement