Purba Bardhaman News: নেই একফোঁটা খাওয়ার জল, পানীয় জল আনতে এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছেন মানুষ

Last Updated:

Purba Bardhaman News: জলের সমস্যার কারণে এই এলাকার মানুষদের নিজের জেলা ছাড়িয়ে জল আনতে আসতে হচ্ছে পূর্ব বর্ধমান জেলায়। অবাক করা ঘটনাটি নদীয়া জেলার বল্লভ পাড়া গ্রামের৷

+
চার

চার পাঁচ দিন ধরে কাটোয়া বর্ধমান থেকে আমাদের জল নিয়ে আসতে হচ্ছে

কাটোয়া: আজকের প্রতিবেদনে আপনাদের যে ছবি দেখাব তা নিঃসন্দেহে আপনাদের অবাক করবে। কারণ হয়তো এর আগে এরকম ঘটনা আপনি দেখেননি বা শোনেনি। পানীয় জলের জন্য যে এমন ঘটনা ঘটতে পারে তার সাক্ষী হয়ত এর আগে খুব কম মানুষই হয়েছে। জলের সমস্যার কারণে এই এলাকার মানুষদের নিজের জেলা ছাড়িয়ে জল আনতে আসতে হচ্ছে পূর্ব বর্ধমান জেলায়।
অবাক করা ঘটনাটি নদিয়া জেলার বল্লভ পাড়া গ্রামের হালদারপাড়া এলাকার । নদিয়া জেলার বল্লভপাড়া গ্রামের হালদারপাড়াতে প্রায় ১০০ পরিবারের বসবাস, আর এই হালদার পাড়ার বাসিন্দাদেরই দেখা গেল নদী পেরিয়ে নৌকা করে নদিয়া ছেড়ে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে পানীয় জল সংগ্রহ করতে আসতে। তবে কেন এই আকাল পানীয় জলের? কেনই বা স্থানীয়রা তাদের নিজেদের এলাকায় ঠিকমত পানীয় জলও পাচ্ছেন না? এই জলযন্ত্রণা নিয়ে কি বা প্রতিক্রিয়া সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের?
advertisement
advertisement
এই সমস্যা এই প্রসঙ্গে নদিয়া বল্লভপারার হালদার পাড়ার স্থানীয় বাসিন্দা ফুলকলি হালদার জানান , “আমাদের এখানে জলের প্রচন্ড প্রবলেম জলের জন্য আমাদের সাহাপাড়া যেতে হয়, হাটখোলা মোড় যেতে হয় অনেকটা দূরে থেকে জল আনতে হয়। জলের প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের কিছু করার নেই। ছেলে মেয়েদের জন্য জল আনতে যেতে হয়। এই পাড়ায় আমরা সবাই গরীব মানুষ কে কতক্ষন জল কিনে খেতে পারে। এখন চার পাঁচ দিন ধরে কাটোয়া বর্ধমান থেকে আমাদের জল নিয়ে আসতে হচ্ছে।”
advertisement
স্থানীয় সূত্রে জানা গেছে আগে এই এলাকায় জল আসত। কিন্তু বিগত দু – তিন বছর ধরে নতুন পাইপ লাইন হওয়ার কারণে আর জল আসে না। গত দু-তিন বছর ধরে বল্লভপাড়া গ্রামের হালদার পাড়ার বাসিন্দারা পার্শ্ববর্তী সাহাপাড়া থেকে জল নিয়ে আসতেন। ঝড়, জল- বৃষ্টি মাথায় করে তাদের সাহাপাড়া থেকেই জল নিয়ে আনতে হত। কিন্তু বর্তমানে সাহাপাড়াতেও ঠিকমত মিলছে না পানীয় জল।
advertisement
স্থানীয়রা আরও জানিয়েছেন, এখানে জল বিক্রি করতে আসে কিন্তু তাদের পক্ষে প্রতিদিন সেই জল কিনে খাওয়া সম্ভব হয় না। তাই বাধ্য হয়ে নৌকা করে বর্ধমানের কাটোয়া থেকে জল আনতে যেতে হয় তাদের। এই প্রসঙ্গে আর এক স্থানীয় বাসিন্দা মালতি হালদারের বক্তব্য, “আমাদের এখানে জলের খুব সমস্যা, দু তিন বছর ধরে সাহাপাড়া থেকে জল নিয়ে আসি । এখন চার পাঁচ দিন ধরে সেটাও বন্ধ হয়ে গেছে। আমরা এখন যায় গঙ্গার ওপার থেকে গিয়ে জল নিয়ে আসি। মাঝে মাঝে পাড়াতে জল এলে তখন কিনে নিই। গঙ্গার ওপারে ওটা কাটোয়া যাচ্ছি জল আনতে। নৌকা করে যেতে হয় । যাওয়া আসা নিয়ে পাঁচ টাকা করে ভাড়াও নেয়।”
advertisement
ভাবলে অবাক হতে হয় পানীয় জল নিয়ে ঠিক কতটা ভয়াবহ পরিস্থিতি নদিয়া জেলার বল্লভপাড়া গ্রামের হালদার পাড়ার বাসিন্দাদের । শুধুমাত্র পানীয় জলের কারণে নিজের জেলা ছেড়ে পাড়ি দিতে হচ্ছে অন্য জেলায়। স্থানীয়দের কথায় পঞ্চায়েতে জানানো হয়েছে কিন্তু জল কবে আসবে তারাও এখন কিছু বলতে পারছেন না ।এই অবস্থায় বল্লভপারার শ-খানেক পরিবারের আর্জি একটাই, যত দ্রুত সম্ভব এই জলের সমস্যার সমাধান হোক। বন্ধ হোক জল পেরিয়ে জল আনতে যাওয়ার এই সফর।
advertisement
Bonoarilal Chowdhury
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: নেই একফোঁটা খাওয়ার জল, পানীয় জল আনতে এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছেন মানুষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement