East Bardhaman News- শিবরাত্রিতে ভক্তদের ভিড় বর্ধমানেশ্বর শিব মন্দিরে

Last Updated:

প্রতি বছরের মতো এবছরও শিবরাত্রিতে ভিড় ভক্তদের

+
title=

#পূর্ব বর্ধমান : বর্ধমানের গর্ব বর্ধমানেশ্বরের শিব মন্দির। ১৯৭২ সালে বর্ধমানের আলমগঞ্জে মাটি খুড়ে পাওয়া যায় এ কটি বিশাল শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের সঠিক বয়স জানা যায় নি। মোটা শিব নামে খ্যাত বর্ধমানেশ্বর শিব। শিবলিঙ্গ কষ্টি পাথরের। ওজন প্রায় ১৩ টন, উচ্চতা ৬ ফুট, গৌরীপট্ট ১৮ ফুট, পরিধি ১৬ ফুট। শিবলিঙ্গের এই মাপের জন্যই অন্য শিব মন্দিরের থেকে বর্ধমানেশ্বরকে আলাদা করে দিয়েছে। বর্ধমানেশ্বর তাই মোটা শিব নামেও পরিচিত।
সারাবছর ভিড় তো থাকেই এই মন্দিরে। তবে শিব রাত্রির দিন ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। আজ শিবরাত্রি। তাই অগণিত ভক্ত ভিড় করেছেন বর্ধমানেশ্বর শিব মন্দিরে। বর্ধমান ১০৮ শিব মন্দিরে যেমন ভিড় হয় প্রতি বছর, একই ভাবে বর্ধমানেশ্বর শিব মন্দিরেও ভিড় জমান সকলে। এদিন সকাল থেকেই লম্বা লাইন লক্ষ্য করা যায় মন্দিরের সামনে ভিড়। সকলেই মহাদেবের মাথায় জল ঢেলে অর্জন করছেন পূণ্য। কথিত আছে বর্ধমানেশ্বরের শিবের মাথায় জল ঢাললেই নাকি পূরণ হয় মনস্কামনা। শিবরাত্রির পুজো উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর।মন্দির কমিটির সদস্য গৌতম ঘোষ বলেন, "খুব ভালো লাগছে ভক্তদের ভিড় দেখে। মেলাতেও লোকজন হচ্ছে। প্রতি বছর এই শিব রাত্রিতে ভিড় হয় ভালোই, এবছরও হয়েছে। প্রচুর ভক্ত এসেছেন। গোটা মন্দির সাজানো হয়েছে।" মন্দিরে আসা এক ভক্ত বলেন, "প্রত্যেক বছর এখানেই আসা হয়। যতই ভিড় থাকুক এই শিবের মাথায় জল না ঢাললে ভালো লাগে না। লাইন দিয়ে পুজো দেওয়ার মজাই আলাদা।"
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- শিবরাত্রিতে ভক্তদের ভিড় বর্ধমানেশ্বর শিব মন্দিরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement