East Bardhaman News- দুষ্কৃতীদের গুলিতে খুন ব‍্যবসায়ী, ব‍্যাপক উত্তেজনা বর্ধমানের মাধবডিহি এলাকায়

Last Updated:

কাজ সেরে বাড়ি ফেরার পথে খুন ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু করেছে মাধবডিহি থানার পুলিশ

#পূর্ব বর্ধমান: কাজ সেরে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে খুন, টাকা লুঠের অভিযোগ। এই ঘটনাকে ঘিরে ব‍্যাপক চাঞ্চল‍্য পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার ছোটবৈনান এলাকায় (East Bardhaman News)। মৃত ব‍্যবসায়ীর নাম হামিদ আলি, বয়স ৪৮ বছর। মৃত ব‍্যবসায়ীর বাড়ি মাধবডিহি থানার আরিকপুর এলাকায়, বলে জানা গিয়েছে।
লটারির দোকান বন্ধ করে গতকাল রাত সোয়া ১০ টা নাগাদ বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, বাইক চড়ে তিন দুষ্কৃতী ব্যবসায়ীর পথ আটকায় (East Bardhaman News)। তাঁর হাতের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিতেই গুলি চালায় তারা। হামিদ আলির কোমরে গুলি লাগে। গুলিতে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় মাধবডিহি থানার পুলিশ হামিদকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধ ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
advertisement
মৃতের ভাই হানিবালি খান জানান, অন্যান্য দিনের মতোই গতকাল রাত্রে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন দাদা হামিদ আলি। তার কাছে লটারি ব‍্যবসার লক্ষাধিক টাকাও ছিল। তাঁর অনুমান দুষ্কৃতীদের কাছে আগাম সে খবর থাকায় টাকা লুঠের জন‍্যই হামলা চালানো হয়েছে। (East Bardhaman News) জানা গিয়েছে, নিহত হামিদ আলি খানের ছেলের কিছুদিন আগে দুর্ঘটনায় মৃত্যু হয়। তার কিছুদিনের মধ্যেই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল হামিদের। শোকে ভেঙে পড়েছেন নিহতের স্ত্রী ও কন্যারা।
advertisement
advertisement
ইতিমধ‍্যেই তদন্ত শুরু করেছে মাধবডিহি থানার পুলিশ। কি কারণে গুলি করে খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা । পাশাপাশি অন্যান্য থানাকেও সতর্ক করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে গত কাল রাতেই মাধবডিহি-সহ আশেপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযানে নেমে পড়ে পুলিশ (East Bardhaman News)। বিভিন্ন রাস্তায় শুরু হয় তল্লাশি। যদিও মধ্যরাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দুষ্কৃতীদের কেউই ধরা পড়েনি।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- দুষ্কৃতীদের গুলিতে খুন ব‍্যবসায়ী, ব‍্যাপক উত্তেজনা বর্ধমানের মাধবডিহি এলাকায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement