East Burdwan News: উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকারী বর্ধমানের রূপঙ্কর ঘটক
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
East Burdwan News: পড়াশোনার পাশাপাশি খেলা দেখা, গান শোনা, ছবি আঁকা নিয়ে ও থাকে। বই পড়তে ও খুব ভালোবাসে।
পূর্ব বর্ধমান: পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় জায়গা করে নিল পূর্ব বর্ধমানের সাত পরীক্ষার্থী। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের রূপঙ্কর ঘটক রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছেন। রূপঙ্কর বর্ধমান শহরের বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০। তাঁকে সাফল্য ও অন্যান্য বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকের সে জানায় প্রতিকূল পরিস্থিতিতে নিজের মস্তিষ্ক ঠাণ্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করতে তাঁর অনুপ্রেরণা মহেন্দ্র সিং ধোনি।
ধোনির এই নীতিকে নিজের জীবনেও কাজে লাগিয়েছে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থানাধিকারী রূপঙ্কর ঘটক। তাঁর প্রিয় বিষয়ের তালিকায় সবার উপরে রয়েছে ইংরেজি। এছাড়া ফিজিক্স পড়তেও ভালবাসেন তিনি। জানিয়েছেন, তিনি তাঁর বাবার কাছেই পদার্থ বিজ্ঞান পড়তেন। তাঁর বাবা পেশায় একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকেও নরেন্দ্রপুরের জয়জয়কার! প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার
পড়াশুনার পাশাপাশি গান শুনতে ও ছবি আঁকতেও ভালবাসে রূপঙ্কর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন তাঁর এই সাফল্যের জন্য তাঁর বাবা-মা পাশাপাশি প্রাইভেট টিউটর ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কাছে তিনি কৃতজ্ঞ। ফলাফল সম্পর্কে তাঁর এক্সপেক্টেশন নিয়ে প্রশ্ন করা হলে রূপঙ্কর জানান, ফলাফল ভাল হবে আশা করেছিলাম।
advertisement
ছেলের এই সাফল্য প্রসঙ্গে পেশায় শিক্ষক ডঃ বিশ্বজিৎ বাবু বলেন, প্রত্যেকেই পরিশ্রম করে। কেউ ফল পায়, কেউ ফল পায় না। আমার ছেলে ফল পেয়েছে। ওর মোবাইলের প্রতি কোন নেশা, নেই বাড়িতে যতক্ষণ থাকে পড়াশোনা নিয়েই থাকে। পড়াশোনার পাশাপাশি খেলা দেখা, গান শোনা, ছবি আঁকা নিয়ে ও থাকে। বই পড়তে ও খুব ভালবাসে।
advertisement
আগামী দিনে চিকিৎসক হয়ে নিজের ভবিষ্যৎ করতে চায় বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের এই ছাত্র। প্রসঙ্গত, এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৬০ হাজারের বেশি। এ বছর পাশের হার ৮৯.২৫ শতাংশ। ১১ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। আগামী ৩১ মে জেলার ডিস্ট্রিবিউশেন সেন্টার গুলির হাতে তুলে দেওয়া হবে মার্কশিট । এর পর নিজস্ব স্কুল থেকে পরীক্ষার্থীরা নিজেদের মার্কশিট সংগ্রহ করতে পারবেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 6:43 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকারী বর্ধমানের রূপঙ্কর ঘটক