East Bardhaman News: বর্ধমানের চৈত্র সেল এবার টাউন হলে, স্থান পরিবর্তন হলেও উপচে পড়ছে ভিড়

Last Updated:

ঐতিহ্যবাহী শহর বর্ধমানে প্রতি বছর বি সি রোডে একমাসব্যাপী এই চৈত্র সেলের আসর বসত। কিন্তু এখানে রাস্তা খুব ছোট হওয়ায় যতদিন এই চৈত্র সেল চলত যানজটের শিকার হতেন সাধারণ মানুষ। তাঁদের কথা ভেবেই এবার চৈত্র সেল টাউন হলে সরিয়ে নিয়ে গিয়েছে বর্ধমান পুরসভা।

পূর্ব বর্ধমান: বর্ধমান শহরে শুরু হয়েছে চৈত্র সেল। তবে এবার আর বর্ধমানের বি সি রোডে নয়, টাউন হলে শুরু হয়েছে চৈত্র সেলের কেনাকাটা।
ঐতিহ্যবাহী শহর বর্ধমানে প্রতি বছর বি সি রোডে একমাসব্যাপী এই চৈত্র সেলের আসর বসত। কিন্তু এখানে রাস্তা খুব ছোট হওয়ায় যতদিন এই চৈত্র সেল চলত যানজটের শিকার হতেন সাধারণ মানুষ। তাঁদের কথা ভেবেই এবার চৈত্র সেল টাউন হলে সরিয়ে নিয়ে গিয়েছে বর্ধমান পুরসভা। বৃহস্পতিবার সেই চৈত্র সেলের উদ্বোধন হয়েছে।
advertisement
advertisement
স্থান পরিবর্তন করলেও বর্ধমান শহরের এই চৈত্র সেলের মেলা বা আসরে জনসমাগম আগের মতই লক্ষ্য করা যাচ্ছে। উদ্বোধনের পর থেকেই টাউন হল প্রাঙ্গণে উপচে পড়ছে ভিড়। এবার মোট ১৪৯ টি স্টল রয়েছে। এই সময়টা হামেশাই বিকেলের পর কালবৈশাখীর ঝড় ওঠে, বৃষ্টি হয়। কিন্তু এতদিন বি সি রোডে চৈত্র সেলের মেলা চলায় দোকানদারদের খোলা আকাশের নিচে প্রচন্ড সমস্যায় পড়তে হত। তাই টাউন হলে মেলা সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। এতে খুশি ক্রেতারাও।
advertisement
চৈত্র সেলের এই মেলা প্রসঙ্গে বর্ধমান পুরসভার পুরপ্রধান পরেশচন্দ্র সরকার বলেন, উদ্বোধনের পর থেকেই মানুষের ভিড় উপচে পড়ছে। টাউন হল বর্ধমান শহরের প্রাণকেন্দ্র। চৈত্র সেলের মেলা এখানে আয়োজিত হওয়ায় সকলের সুবিধা হবে। প্রচুরসংখ্যক মানুষ আসবেন এই একমাসব্যাপী চৈত্র সেলে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, বর্ধমান পুরসভার তরফে এ বছর এই টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে চৈত্র সেল। খোলামেলা জায়গা মানুষ সুষ্ঠুভাবে কেনাকাটি করতে পারবেন। এছাড়াও দোকানদারদের সুবিধার কথা মাথায় রেখে তাঁদের থেকে সামান্য কিছু অর্থের বিনিময়ে লাইট, পাখার সব ব্যবস্থা করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বর্ধমানের চৈত্র সেল এবার টাউন হলে, স্থান পরিবর্তন হলেও উপচে পড়ছে ভিড়
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement