East Bardhaman News: বাঙালি অধ্যাপকের বই প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার ডেপুটি কনসাল জেনারেল

Last Updated:

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বই প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার ডেপুটি কনসাল জেনারেল

পূর্ব বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অংশুমান করের লেখা বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অস্ট্রেলিয়ান কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল কেভিন গো। ১৬ সেপ্টেম্বর, শনিবার কলেজ স্কোয়ারের অভিযান বুক ক্যাফেতে হাওয়াকল প্রকাশনী প্রকাশ করে বইটি।
কবি অংশুমান করের বাংলা কবিতার এই ইংরেজি অনুবাদের সংকলনের নাম ‘উন্ড ইজ দ্য শেল্টার’। বই উদ্বোধনের পাশাপাশি আগামী দিনে অস্ট্রেলিয়া এবং পশ্চিমবঙ্গের লেখক লেখিকাদের আরও কাছাকাছি আনার কাজ শুরু করবেন বলে প্রতিশ্রুতি দেন অস্ট্রেলিয়ার ডেপুটি কনসাল জেনারেল। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে এই বই প্রকাশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও জানান। দুই দেশের কবি ও লেখকদের আরও কাছাকাছি আসার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি রণজিৎ দাশ।
advertisement
advertisement
নিজের লেখা বই প্রসঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অংশুমান কর জানান, বইটির মধ্যে আমারই নানা সময়ের লেখা কবিতা রয়েছে। তার মধ্যে কিছু কিছু কবিতা বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকাতে প্রকাশিত হয়েছে। বাংলা সাহিত্যের অনুবাদ যে পরিমাণে হওয়ার কথা সে পরিমাণে হচ্ছে না বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি। বর্ধমানের বইয়ের দোকান এবং কিছু অনলাইন প্ল্যাটফর্মেও এই বইটি কিনতে পাওয়া যাবে বলে তিনি জানান।
advertisement
এই বই প্রকাশ অনুষ্ঠান উপলক্ষ্যে কবিতাপ্রেমীদের ভিড় উপচে পড়েছিল অভিযান বুক ক্যাফেতে । প্রকাশিত বইটি নিয়ে আলোচনা করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক দেবব্রত দাস এবং বিদ্যাসাগর কলেজ ফর উইমেন-এর অধ্যাপিকা প্রদীপ্তা মুখার্জি। অনুষ্ঠানের শেষ পর্বে সদ্য প্রকাশিত বইটি থেকে বেশ কয়েকটি কবিতা পাঠ করে শোনান অংশুমান কর।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বাঙালি অধ্যাপকের বই প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার ডেপুটি কনসাল জেনারেল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement