#পূর্ব বর্ধমান : ভাতার ও মঙ্গলকোট থেকে উদ্ধার হওয়া ৭২ টি তাজা বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড। গভীর রাতে ভাতারের মোহনপুর দোনার পাড়ে উদ্ধার হয় ২৪ টি তাজা বোমা। সেই জায়গাটিকে পুলিশ কড়া নিরাপত্তায় ঘিরে রাখে। পাশাপাশি এদিন সকালেই মঙ্গলকোট থানার কুলসুনা গ্রামের কাছে নতুনহাট কাটোয়া রাস্তার পাশে উদ্ধার হয় দুটি প্লাস্টিকের বালতিতে ৪৮ টি তাজা বোমা। সেখানেও রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা। এই দুই জায়গা থেকে মোট বোমা উদ্ধার হল ৭২ টি। বোম নিষ্ক্রিয় করল দুর্গাপুরের বোম স্কোয়াড টিম। উদ্ধার হওয়া বোম গুলিকে নিষ্ক্রিয় করা হয় একটি ফাঁকা মাঠে। বোমা নিষ্ক্রিয় করা দেখতে ভিড় করেছিলেন স্থানীয়রা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর নির্দেশে জেলায় জেলায় চলছে তল্লাশি। আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের কাজ শুরু করছে জেলা পুলিশের আধিকারিকরা। সেই নির্দেশ মেনে কাজ করতে গিয়েই বোমা উদ্ধার করল ভাতার ও মঙ্গলকোট থানার পুলিশ। তবে নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন। ধর্ম পাল নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "বাচ্চাদের খেলার মাঠে বোম উদ্ধার হল। এসব দেখে বাচ্চারা খুব আতঙ্কিত। এভাবে গ্রামের মধ্যে বোম উদ্ধার হচ্ছে, এটা শুধু বাচ্চা নয় সকলেই ভয়ে গুটিয়ে আছে। তবে পুলিশরা এসে বোম উদ্ধার করেছে। পুলিশের উপর আস্থা আছে। তাঁরা আমাদের নিরাপত্তার দিক টা খেলায় রাখবেন।" সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি জায়গা থেকে উদ্ধার হয়েছে একাধিক বোমা। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছে অনেকেই। সমস্ত ঘটনার তদন্ত চলছে। তবে সব মিলিয়ে আতঙ্কিত জেলাবাসী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhatar, Bomb Squad, East Bardhaman, Mangalkot