Bardhaman News: নবমীতে কুমারী পুজো দেখতে ভিড় বর্ধমানে! জগদ্ধাত্রী পুজোতে হয় সন্দেশ বলি!

Last Updated:

Bardhaman News: দেবী দুর্গার অন্যতম রূপ জগদ্ধাত্রী। আর এই জগদ্ধাত্রী পুজোও হয় চার দিনব্যাপী। এই পুজো মন্ডপে সন্ধিক্ষণে হয় সন্দেশ বলি। এরপর হয় কুমারী পুজো।

+
title=

#পূর্ব বর্ধমান: শুধু চন্দননগর আর কৃষ্ণনগরেই যে জগদ্ধাত্রী পুজো জাঁকজমক সহকারে হয় তা নয়। পূর্ব বর্ধমান জেলাতেও বেশ কয়েকটি বড় জগদ্ধাত্রী পুজো হয়। শহর বর্ধমানের বেশ কয়েকটি পুজো কমিটি আয়োজন করে জগদ্ধাত্রী পুজোর। এর মধ্যে অন্যতম হল বোর হাটের ফ্রেন্ডস ক্লাবের জগদ্ধাত্রী পুজো। বিগত কয়েক বছর ধরে এই পুজো কমিটি আয়োজন করে আসছে জগদ্ধাত্রী পুজোর। কোনও বাইরের লোক নয় স্থানীয় ছেলেরাই পুজোর মণ্ডপ সজ্জার দায়িত্ব নিয়ে থাকেন। এমনকি পাড়ার মেয়ে বৌউরাই পুজোর সমস্ত কাজ করে থাকেন।
প্রতি বছরের মতো এবছরও এই পুজো কমিটির সদস্যরা জগদ্ধাত্রী পুজোর থিমের মন্ডপসজ্জা দেখিয়ে তাক লাগাল। স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষে এবছর এই বোর হাট ফ্রেন্ডস ক্লাবের জগদ্ধাত্রী পুজোর থিম জাতীয় উদ্যান।দেবী দুর্গার অন্যতম রূপ জগদ্ধাত্রী। আর এই জগদ্ধাত্রী পুজোও হয় চার দিনব্যাপী। অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী। সপ্তমী অষ্টমী পুজোর পর নবমীতে এই পুজো মণ্ডপে হয় খ্যান অর্থাৎ বলি।
advertisement
মূলত এখানে সন্দেশ বলি হয়। দেবীর সামনে সন্দেশ বলি দেওয়া হয়। এরপর হয় কুমারী পুজো। একজন কুমারী কে নিয়ে এসে কাকে দিবি জ্ঞানী পুজো করা হয় এই মণ্ডপে। এদিন সকালে কুমারী পুজোর আগে হয় আরতি। সেই আরতি হয় দেখার মত। এই আরতি দেখতে এলাকার পাশাপাশি অন্যান্য জায়গা থেকেও সাধারণ মানুষ আসেন এই পুজো মন্ডপে। এদিন সন্ধ্যেবেলা আয়োজন করা হয় মহা ভোগের। শুধুই যে চারদিনব্যাপী পূজা হয় তা নয়। পুজোর চার দিন সংস্কৃতি অনুষ্ঠানে এতে উঠেন এলাকার বাসিন্দারা। এছাড়াও দশমীর পরদিন অর্থাৎ দেবীর বিসর্জনের দিন হয় সিঁদুর খেলা।মূলত এই পুজো কমিটির সদস্যরা কোনরকম চাঁদা না তুলেই গোটা পুজোর কাজকর্ম সারেন।
advertisement
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News: নবমীতে কুমারী পুজো দেখতে ভিড় বর্ধমানে! জগদ্ধাত্রী পুজোতে হয় সন্দেশ বলি!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement